খেলা

আফগানদের বিপক্ষে পূর্ণশক্তির দল

স্পোর্টস রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:৩৪ পূর্বাহ্ন

আইসিসির ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান ৭ নম্বরে। কিন্তু টি-টোয়েন্টিতে অবস্থান এতটাই নাজুক যে সদ্য টেস্ট মর্যাদা পাওয়া আফগানিস্তানও রয়েছে বাংলাদেশের উপরে। ১০ নম্বরে রয়েছে বাংলাদেশ। সেই আফগানদের বিপক্ষে ৩ অথবা ৪ ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাচ্ছে টাইগাররা। সবকিছু ঠিক থাকলে আগামী জুনেই ভারতের দেরাদুনে হবে সিরিজটি। এর আগে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান জানিয়েছিলেন, সিনিয়দের বিশ্রাম দিয়ে তরুণ ক্রিকেটারদের পাঠানো হবে এ সফরে। কিন্তু তেমন ভাবনা থেকে সরে এসেছে বিসিবি। কারণ এ সিরিজে হেরে গেলে আফগানরা বাংলাদেশকে ছাড়িয়ে উঠে যাবে আরো উপরে।
গতকাল বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন জানান, তারুণ্য নির্ভর নয় অভিজ্ঞ ও শক্তিশালী দলই পাঠানো হবে আফগানদের বিপক্ষে সিরিজে। সিরিজে ম্যাচ হেরে পয়েন্ট খোয়াতে প্রস্তুত নয় বিসিবি। গতকাল সংবাদমাধ্যমকে প্রধান নির্বাচক বলেন, ‘জুনিয়র  ক্রিকেটার পাঠানো নিয়ে ক্রিকেট পরিচালনা বিভাগ থেকে আমাদের নির্বাচক প্যানেলকে কোনো নির্দেশনা দেয়া হয়নি। সেরা দলটিই যাবে। যার সঙ্গেই খেলি না কেন, প্রতিটি দলই গুরুত্বপূর্ণ।’
এ সিরিজ জিতলে ২৭ পয়েন্ট নিয়ে ৯ম স্থানে থাকা আফগানিস্তানকে টপকে যেতে পারবে বাংলাদেশ। সাকিব আল হাসানের নেতৃত্ব সিরিজটি নিয়ে আশাবাদী হলেও আফগানদের বিপক্ষে টাইগাররা কঠিন চ্যালেঞ্জে পড়তে পারে, তা জানে বিসিবি। জঙ্গি হামলার ভয়ে নিজ দেশে কোনো সিরিজই আয়োজন করতে পারে না আফগান ক্রিকেট বোর্ড। তাই তারা নিজেদের হোম ভেন্যু হিসেবে অনেক দিন থেকেই ভারতের দুই একটি ভেন্যুকে ব্যবহার করছে। কয়েকজন আফগান ক্রিকেটার ভারতের আইপিএলে নিয়মিত তারকা। যে কারণে তারা ভারতের উইকেট ও কন্ডিশন সম্পর্কে খুব ভালো জানেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status