খেলা

অপেক্ষা বাড়লো সাকিবের

স্পোর্টস ডেস্ক

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:৩২ পূর্বাহ্ন

১ উইকেট পেলেই বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০০ রান এবং ৩০০ শিকারের ‘ডাবল’ পূর্ণ হবে সাকিব আল হাসানের। তবে অপেক্ষা বাড়লো সাকিবের। গতকাল ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বল হাতে ৪ ওভারের স্পেলে ৩২ রানে উইকেটশূন্য থাকেন সানরাইজার্স হায়দরাবাদের এ বাংলাদেশি স্পিনার। আর রুদ্ধশ্বাস ম্যাচে ৪ রানে হার দেখে তার দল। হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে আগে ব্যাটিংয়ে চেন্নাইয়ের সংগ্রহ পৌঁছে ১৮২/৩-এ। জবাবে ১৭৮/৬ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে সানরাইজার্স হায়দরাবাদ। পাঁচ নম্বরে ব্যাট হাতে ১৯ বলে ২৪ রান করেন সাকিব আল হাসান। অধিনায়ক কেন উইলিয়ামস ৮৪ ও ইউসুফ পাঠান করেন ৪৫ রান। তবে ব্যাটিংক্রমের শীর্ষ চার ব্যাটসম্যানের সাকুল্যে সংগ্রহ ছিল ১ রান। চার নম্বরে ব্যাট হাতে ১ রান করেন দীপক হুডা। আর ‘ডাক’ মারেন ওপেনার রিকিং ভুই ও ওয়ানডাউন ব্যাটসম্যান মনীশ পাণ্ডে। চেন্নাইয়ের ব্যাট হাতে আম্বাতি রাইডু ৩৭ বলে ৭৯, সুরেশ রায়না ৫৪ ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি করেন ১২ বলে ২৫ রান। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত ২৫৯ ম্যাচে সাকিব আল হাসানের সংগ্রহ ৪০৬৭ রান। আর বল হতে সাকিবের শিকার ইতিহাসের পঞ্চম সর্বাধিক ২৯৯ উইকেট। টি-টোয়েন্টির ইতিহাসে ব্যাটে-বলে ৪০০০ রান ৩০০ উইকেটের কীর্তি রয়েছে কেবল ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ক্যারিয়ারে ৩৭৯ টি-টোয়েন্টি ম্যাচে ব্রাভোর সংগ্রহ ৫৬০৭ রান এবং বল হাতে এ ক্যারিবীয় পেসারের শিকার সর্বাধিক ৪১৭ উইকেট। টি-টোয়েন্টি ক্রিকেটে ৩০০ উইকেটের কীর্তি রয়েছে কেবল ডোয়াইন ব্রাভো, লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, পাকিস্তানি লেগস্পিনার শহীদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারাইনের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status