দেশ বিদেশ

মোবাইল শিল্পে যৌক্তিক করহার নির্ধারণের সুপারিশ

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:২৩ পূর্বাহ্ন

মোবাইল শিল্পে যৌক্তিক করহার নির্ধারণের জন্য সুপারিশ করেছে মোবাইল টেলিযোগাযোগ শিল্পের বৈশ্বিক সংগঠন জিএসএমএ। একইসঙ্গে বাংলাদেশে মোবাইল শিল্পে উচ্চ করহার ডিজিটাল অন্তর্ভুক্তির অগ্রগতিতে প্রধান বাধা বলে মনে করছে সংগঠনটি। গতকাল রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের মোবাইল শিল্প নিয়ে সাম্প্রতিক প্রতিবেদন উপস্থাপনের সময় এসব তথ্য জানান জিএসএমএর হেড অব পাবলিক পলিসি (এশিয়া প্যাসিফিক) ইমানুয়েলা লেচি। টেলিকম খাতে অন্যান্য খাতের চেয়ে উচ্চ করহার রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এর প্রভাব পড়ছে গ্রাহকের ক্রয়ক্ষমতার ওপর। গ্রাহকরা যদি মোবাইল ফোনে ১০০ টাকা খরচ করে তাহলে তার ৫১ দশমিক ৭৫ শতাংশই সরকারের কাছে যায় কর হিসেবে। মোবাইল ফোন অপারেটররা নেটওয়ার্ক উন্নয়ন ও বিস্তারে উচ্চ করহার বাধা হিসেবে কাজ করছে বলেও জানায় জিএসএমএ। উচ্চ করহার মোবাইল হ্যান্ডসেটের সহজলভ্যতায়ও প্রভাব ফেলছে উল্লেখ করে ইমানুয়েলা লেচি বলেন,  বৈধভাবে মোবাইল ফোন আমদানিতে ২৫ শতাংশ কর দিতে হওয়ায় একদিকে স্বল্প আয়ের মানুষ মোবাইলে ইন্টারনেট ব্যবহারে সমস্যায় পড়ছেন। থ্রিজি ও ফোরজি গ্রাহক বাড়াতে হলে হ্যান্ডসেটের ওপর কর কমাতে হবে। অন্যান্য দেশের তুলনায় বাংলাদেশের তরঙ্গ মূল্যে বেশি এবং সুলভমূল্যে তরঙ্গের সহজলভ্যতা থাকলে সেবার মান উন্নত হবে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। এছাড়া সহজলভ্য সেবা দিতে ঠিক সময়ে সঠিক তরঙ্গ ছাড় দেয়া, মোবাইল সেবায় গ্রাহকের ওপর থেকে কর উঠিয়ে নেয়ার পরামর্শও দিয়েছে জিএসএমএ। অনুষ্ঠানের আয়োজক অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটর অব বাংলাদেশ মহাসচিব টিআইএম নুরুল কবির বলেন, তরঙ্গের যৌক্তিক মূল্য নির্ধারণ করা উচিত। বর্তমানে বাংলাদেশে ৭৫ শতাংশ বেসিক ফোন ব্যবহার করছে জানিয়ে নুরুল কবির বলেন, দেশে আগামীতে ফোরজির বাজার সম্ভবনা রয়েছে। তবে ফোন আমদানিতে ২৫ শতাংশ কর থাকায় তা প্রসার পাচ্ছে না। ডিজিটাল বাংলাদেশ গঠনে উচ্চ করহার অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে মন্তব্য করে নুরুল কবির বলেন, মোবাইল শিল্পে করকাঠামো যৌক্তিক পর্যায়ে নির্ধারণ করা উচিত। রবির হেড অব রেগুলেটরি অ্যাফেয়ার্স শাহেদ আলম, বাংলালিংকের চিফ করপোরেট অ্যান্ড রেগুলেটরি অ্যাফেয়ার্স অফিসার তাইমুর রহমান ও গ্রামীণফোনের হেড অব এক্সটার্নাল কমিউনিকেশনস সৈয়দ তালাত কামালসহ অপারেটরদের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status