দেশ বিদেশ

ডিজিটাল নিরাপত্তা বিল নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত

সংসদ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৯:২১ পূর্বাহ্ন

ডিজিটাল নিরাপত্তা বিলকে আরো যুগোপযোগী করতে স্বার্থসংশ্লিষ্টদের মতামত গ্রহণের সিদ্ধান্ত নেয়া হয়েছে। গতকাল সংসদ সচিবালয়ে ডাক টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়। ইমরান আহমদের সভাপতিত্বে বৈঠকে কমিটির সদস্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, মোয়াজ্জেম হোসেন রতন, শওকত হাছানুর রহমান (রিমন) এবং হোসনে আরা লুৎফা ডালিয়া অংশ নেন। এ ছাড়া আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী আনিসুল হক ও ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার সভায় যোগ দেন। কমিটি জানিয়েছে, বৈঠকে ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৮’ সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে বিলটিতে প্রয়োজনীয় সংশোধনী আনা হয় এবং বিলটিকে অধিকতর যুগোপযোগী করার লক্ষ্যে স্টেক হোল্ডারদের সঙ্গে আলোচনার সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের লেজিসলেটিভ ডিভিশনের সিনিয়র সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এর আগে ১৯শে এপ্রিল প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে জাতীয় পত্রিকাগুলোর সম্পাদকদের সংগঠন সম্পাদক পরিষদের সঙ্গে বৈঠকে বসেন সরকারের তিন মন্ত্রী। সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে আইনমন্ত্রী আনিসুল হক, ডাক ও টেলিযোগাযোগ এবং তথ্য যোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার এবং আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমদ পলক উপস্থিত ছিলেন।

এর আগে গত ২৯শে জানুয়ারি ‘ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮’ এর খসড়া চূড়ান্ত অনুমোদন দেয় মন্ত্রিসভা। এই আইন পাস হলে আইসিটি আইন থেকে বিতর্কিত ৫৭ ধারা বাদ দিয়ে নতুন আইনে তা বিশদ আকারে যুক্ত করা হবে। মন্ত্রিসভায় ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া চূড়ান্ত  অনুমোদনের পর থেকে এই আইনের কয়েকটি ধারা নিয়ে উদ্বেগ জানিয়ে আসছিলেন গণমাধ্যমকর্মীরা। যদিও সরকারের পক্ষ থেকে বারবার আশ্বস্ত করা হয়েছে এই আইনের মাধ্যমে সাংবাদিকদের হয়রানি করা হবে না। গত ২৫শে মার্চ ডিজিটাল নিরাপত্তা আইনের ২১, ২৫ ও ২৮ ধারা নিয়ে উদ্বেগ জানান ১১টি দেশের কূটনীতিকরাও। পরে এসব দাবি আমলে না নিয়ে মন্ত্রিসভায় অনুমোদন পাওয়া খসড়াটিই প্রায় হুবহু গত ৯ই এপ্রিল জাতীয় সংসদে বিল আকারে উপস্থাপন করা হয়। বিলটি সংসদে উত্থাপন করেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোস্তাফা জব্বার।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status