এক্সক্লুসিভ

রাজস্ব ও গ্রাহক বেড়েছে গ্রামীণফোনের

স্টাফ রিপোর্টার

২৩ এপ্রিল ২০১৮, সোমবার, ৮:৩২ পূর্বাহ্ন

চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের রাজস্ব আগের বছরের একই সময়ের চেয়ে রাজস্ব ও গ্রাহক বেড়েছে। জানুয়ারি থেকে মার্চ সময়ে অপারেটরটি ৩ হাজার ১২০ কোটি টাকা রাজস্ব আয় করেছে, যা আগের একই সময়ের চেয়ে ২ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানিটির ২১ লাখ নতুন গ্রাহক অর্জন করে, যা ডিসেম্বর ২০১৭-এর তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে গ্রামীনফোন এসব তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাটা থেকে অর্জিত রাজস্ব গত বছরের তুলনায় বেড়েছে ২৩ দশমিক ৯ শতাংশ, ভয়েস কল থেকে বেড়েছে ৩ দশমিক ৯ শতাংশ। প্রথম প্রান্তিকে প্রতিষ্ঠানটি ২১ লাখ নতুন গ্রাহক অর্জন করে, যা ডিসেম্বর ২০১৭-এর তুলনায় ৩ দশমিক ৩ শতাংশ বেশি। এই প্রান্তিকে ১১ লাখ নতুন ইন্টারনেট ব্যবহারকারী যোগ হওয়ায় গ্রামীণফোনের মোট গ্রাহকের ৪৭ দশমিক ৮ শতাংশ ইন্টারনেট ব্যবহার করছে। গ্রামীণফোনের সিইও মাইকেল প্যাট্রিক ফোলি বলেন, আমরা নতুন তরঙ্গ ও তরঙ্গ নিরপেক্ষতার সহায়তায় সেরা গ্রাহক অভিজ্ঞতা দিতে গত ১৯শে ফেব্রুয়ারি ফোর-জি সেবা চালু করি। নেটওয়ার্কের মানের ক্ষেত্র আমাদের উচ্চতর অবস্থান আরো সংহত করতে একটি দৃঢ় নেটওয়ার্ক বিস্তার ও আধুনিকায়ন পরিকল্পনা আছে। প্রতিযোগিতামূলক পরিবেশেও এই প্রান্তিকে আমরা আয় ও গ্রাহক প্রবৃদ্ধি দেখেছি। আমরা বাজারে ভয়েস ও ডাটার বেশকিছু প্রাসঙ্গিক অফার ছেড়েছিলাম, যা রাজস্ব আয়ের ভিত্তি এবং ব্যবহার বাড়িয়েছে। গ্রামীণফোনের সিএফও কার্ল এরিক ব্রোতেন বলেন, গ্রামীণফোন এই প্রান্তিকে স্বাস্থ্যকর আয় বৃদ্ধি এবং স্থিতিশীল অর্জন করেছে। এই অর্জন এসেছে ফোর-জি চালু করার জন্য, বেশি গ্রাহক সংগ্রহ এবং ডিজিটাল সার্ভিসগুলোর জন্য পেশাদারী ফি’র জন্য বেশি বিনিয়োগের প্রেক্ষাপটে। উন্নত গ্রাহক অভিজ্ঞতা এবং মার্কেট অফারে আমাদের বিনিয়োগ ভবিষ্যতে প্রবৃদ্ধি অর্জনে সহায়ক হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status