খেলা

ডি ভিলিয়ার্স ঝড়ে উড়ে গেল দিল্লি

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ১:৩০ পূর্বাহ্ন

এবি ডি ভিলিয়ার্সের দুর্দান্ত ব্যাটিংয়ে বড় জয় পেয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। গতকাল ভারতীয় প্রিমিয়ার লীগে (আইপিএল) দিল্লি ডেয়ারডেভিলসকে ৬ উইকটে হারায় তারা। এদিন টস হেরে ব্যাট করে নির্ধারিত ওভারে ৫ উইকেটে ১৭৪ রান করে দিল্লি ডেয়ারডেভিলস। জবাবে ডি ভিলিয়ার্সের ৩৯ বলে অপরাজিত ৯০ রানে ২ ওভার হাতে রেখেই ৬ উইকেটের জয় কুড়ায় ব্যাঙ্গালোর। গতকাল প্রথমে ব্যাটিং করতে নেমে রিভশ পান্ত ও শ্রেয়াস আয়ারের ব্যাটে ১৭৪ রানের লড়াইয়ের পুঁজি সংগ্রহ করে গৌতম গম্ভীরের দল। শ্রেয়াস ৩১ বলে ৩ ছক্কা ও ৪ চারে ৫২ রান করেন। রিশভ পান্ত দলীয় সর্বোচ্চ ৮৫ রানের ইনিংসটি খেলেন। ৬ টি চার ও ৭ ছক্কায় নিজের ইনিংসটি সাজান তিনি। ব্যাঙ্গালোরের পক্ষে চাহাল সর্বোচ্চ ২ উইকেট নেন। জবাবে ডি ভিলিয়ার্স  ঝড়ে সহজ জয় পায় ব্যাঙ্গালোর। ভিলিয়ার্স ৩৯ বলের ইনিংসে হাঁকান ১০টি চার ও ৫টি ছক্কা। দ্বিতীয় সর্বোচ্চ ৩০ রান আসে অধিনায়ক বিরাট কোহলির ব্যাট থেকে। ম্যাচ সেরার পুরস্কার জেতেন ভিলিয়ার্স। এ ম্যাচ হেরে পয়েন্ট টেবিলে সবার নিচে চলে গেল দিল্লি। ৫ ম্যাচে মাত্র ১টিতে জয়ে ২ পয়েন্ট তাদের। অন্যদিকে ব্যাঙ্গলোরের সমান ম্যাচে ৩ হারের বিপরীতে ২টিতে জয়। ৪ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান এখন পঞ্চম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status