অনলাইন

খালেদার মুক্তির দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা বিএনপির

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ১২:৪৯ অপরাহ্ন

কারাবন্দি খালেদা জিয়ার মুক্তির দাবিতে ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো।
সকালে রাজধানীর নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রিজভী জানান, বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে।
কর্মসূচিগুলো হলো: ২২ এপ্রিল ঢাকা মহানগর বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৩ এপ্রিল ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল, ২৫ এপ্রিল কেন্দ্রীয় বিএনপির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হবে (স্থান ও সময় পরে জানানো হবে, ২৬ এপ্রিল ছাত্রদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৭ এপ্রিল সারাদেশে বেগম জিয়ার নি:শর্ত মুক্তি ও আরোগ্য কামনা করে বাদ জুম'আ দোয়া মাহফিল, ২৮ এপ্রিল যুবদলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ, ২৯ এপ্রিল স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ঢাকাসহ সারাদেশে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
এছাড়া ১ মে আন্তর্জাতিক শ্রমিক দিবস ও বেগম জিয়ার মুক্তির দাবিতে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে শ্রমিম সমাবেশ অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, সহ- প্রচার সম্পাদক আসাদুল করিম শাহীন, সহ-দপ্তর সম্পাদক মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
[কাফি]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status