দেশ বিদেশ

গণতন্ত্রকে পুরোপুরি বিদায়ের চক্রান্ত করছে সরকার: মির্জা ফখরুল

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৪২ পূর্বাহ্ন

সরকার নিজেদের ক্ষমতাকে পাকাপোক্ত ও চিরস্থায়ী করার জন্য এদেশ থেকে গণতন্ত্রকে পুরোপুরি বিদায় দেয়ার চক্রান্ত করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল বিকালে জাতীয় প্রেস ক্লাবে জাতীয় যুব সংহতির আয়োজনে ‘বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও চলমান গণতান্ত্রিক সংগ্রাম’ শীর্ষক এক আলোচনাসভায় তিনি এ কথা বলেন। মির্জা আলমগীর বলেন, বর্তমান অবৈধ সরকার স্বাধীনতার চেতনা অপহরণ করেছে। অবৈধ, অনৈতিকভাবে ও জোর করে ক্ষমতা দখল করে থাকা এই সরকার নিজেদের ক্ষমতাকে চিরস্থায়ী করার জন্য এদেশ থেকে গণতন্ত্রকে পুরোপুরি বিদায় করার চক্রান্ত করছে। এজন্য তারা সারা দেশে ত্রাসের রাজত্ব কায়েম করছে। বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার নড়াইলে বিএনপির কর্মিসভা থেকে ৫৮ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সারা দেশের কোথাও কোনো সভা করতে দিচ্ছে না, একটি মিছিলও করতে দিচ্ছে না। কোথাও কোনো সভা করতে না পেরে নড়াইলে বিএনপি সভাপতির বাসায় ভেতর নেতৃবৃন্দ একটি মিটিং করছিল। এসময় কোনো রকম কারণ ছাড়াই পুলিশ বাড়িটাকে ঘিরে ফেলে সভাপতিসহ ৫৮ জনকে গ্রেপ্তার করে। প্রতিদিনই সারা দেশে এমন ঘটনা সংঘটিত হচ্ছে। এসময় তিনি এই ঘটনার নিন্দা ও গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। মির্জা আলমগীর বলেন, গণমাধ্যমে লক্ষ্য করেছেন- বৃটেনের রানী এলিজাবেথের সঙ্গে আমাদের অবৈধ সরকারের প্রধানমন্ত্রী অত্যন্ত হাস্যোজ্জ্বল ছবি এসেছে। আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন বিদেশের কোনো সরকার প্রধান বা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেন, করমরদন করেন তখন খুব খুশি লাগে। কিন্তু তিনি করমর্দন করছেন পৃথিবীর অন্যতম গণতান্ত্রিক রাষ্ট্রের রানীর সঙ্গে, কমনওয়েলথের প্রধানের সঙ্গে। অথচ তিনি এমন একটি দেশের প্রতিনিধিত্ব করে করমর্দন করেছেন, যে দেশের জনগণের কোনো স্বাধীনতা ও গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ক্ষমতা নেই। যে দেশে বিনা কারণে মানুষকে হাজার হাজার মিথ্যা মামলা দিয়ে আটক রাখা হয়। যে দেশে সাংবিধানিক প্রতিষ্ঠান কর্তৃক একটি রাজনৈতিক দলকে প্রতিষ্ঠিত করার জন্য অন্যান্য রাজনৈতিক দল ও সংগঠনের অধিকার হরণ করা হয়। মির্জা আলমগীর বলেন, মিয়ানমারের সঙ্গে সরকারের এত সুসম্পর্ক অথচ আমাদের দেশে ১০ লাখের ওপরে রোহিঙ্গা এসেছে। এখন পর্যন্ত একটি মানুষকেও সরকার ফেরত পাঠাতে পারেনি। চরম ব্যর্থ হয়েছে পররাষ্ট্রনীতি। ভারত সরকারের এতো বড় বন্ধু যে, সম্পর্কের সর্বোচ্চ স্তরে তারা অবস্থান করছে। সেই ভারতের সঙ্গে তিস্তা নদীর কোনো সুরাহা হয়নি। এখনো আমাদের সীমান্তে সাধারণ মানুষ মারা হচ্ছে। তারও কোনো সুরাহা এ সরকার করতে পারেনি। বাস দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণকারী তিতুমীর কলেজের ছাত্র রাজীব প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, দুই বাসের মধ্যে রাজীবের হাত চলে গিয়ে বিচ্ছিন্ন হয়ে গেল। আর সেতুমন্ত্রী মন্ত্রী বলেলেন, বাস ড্রাইভার ও বাসের আরোহীদের সমস্যার কারণে এটা হয়েছে।
এটা হাস্যকর ছাড়া আর কী বলবো? সিস্টেমটা সরকার পুরোপুরিভাবে তৈরি করতে পারছে না কিন্তু আরোহীদের দোষ দিচ্ছেন। আয়োজক সংগঠনের আহ্বায়ক মহসিন সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় জাতীয় পার্টির (কাজী জাফর) ভারপ্রাপ্ত চেয়ারম্যান ড. টিআইএম ফজলে রাব্বি চৌধুরী, মহাসচিব মোস্তফা জামাল হায়দার ও প্রেসিডিয়াম সদস্য আহসান হাবিব লিংকন বক্তব্য দেন।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status