দেশ বিদেশ

মে দিবসে সোহরাওয়ার্দীতে সমাবেশ করতে চায় শ্রমিক দল

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৪২ পূর্বাহ্ন

আগামী ১লা মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় জাতীয়তাবাদী শ্রমিক দল। খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী ঘাট শ্রমিক দল ফেডারেশনের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় বিএনপি স্থায়ী কমিটির সদস্য ও প্রখ্যাত শ্রমিক নেতা নজরুল ইসলাম খান এ তথ্য জানান। তিনি বলেন, সমাবেশের জন্য অনুমতি চেয়েছে শ্রমিক দল। আমরা আশা করব, আগামী ১লা মে সোহরাওয়ার্দী উদ্যানে আমাদের শ্রমিক সমাবেশ করার অনুমতি দেবে। আমরা সোহরাওয়ার্দী উদ্যানে শ্রমিক দিবসে জনসভা করব। শ্রমিক দলের সাবেক সভাপতি নজরুল ইসলাম খান বলেন, আমরা (শ্রমিক দল) সোহরাওয়ার্দী উদ্যানে ২০১৪ সালেও সমাবেশ করেছি, ২০১৬ সালেও করেছি। আমাদের দেশনেত্রী ওই জনসভায় প্রধান অতিথি ছিলেন। গত বছর আমরা করতে পারিনি, এবার করব। আমরা আবেদন করেছি। আর এখন পর্যন্ত অন্য কেউ আবেদন করেছে বলে পত্রপত্রিকায় দেখিনি। কাজেই অন্য একজন চাইছে সেজন্য দেয়া হবে না- কায়দা করে এমনটা বলার সুযোগ নেই। মে দিবসের এই সমাবেশে খালেদা জিয়াকে পাওয়ার আশা ব্যক্তি করে নজরুল ইসলাম খান বলেন, এটা অসম্ভব কিছু ব্যাপার নয়। সুপ্রিম কোর্ট চাইলে তার শুনানির তারিখ এগিয়ে নিয়ে আসতে পারেন, তার অসুস্থতার কারণে। আদালত তাকে জামিন দিলে এবং আল্লাহ তাকে সুস্থ রাখলে তিনিও যোগ দিতে পারেন।
কারাগারে খালেদা জিয়ার অসুস্থতায় উদ্বেগ প্রকাশ করে তা নিয়ে কারা কর্তৃপক্ষের নিশ্চুপ ভূমিকার সমালোচনা করেন প্রবীণ এ নেতা। তিনি বলেন, খালেদা জিয়ার স্বাস্থ্যের যদি অবনতি ঘটে, তাকে যদি আরও বেশি কষ্ট দেয়া হয়; সরকারকে তার জবাব দিতে হবে। উল্লেখ্য, কারাবন্দি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে সমাবেশ করতে তিন দফায় আবেদন-নিবেদন ও স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছিল বিএনপি। কিন্তু একেক সময় একেক অজুহাতে বিএনপিকে সেখানে সমাবেশ আয়োজনের অনুমতি দেয়নি পুলিশ। সংগঠনের সাধারণ সম্পাদক সুমন ভূঁইয়ার সভাপতিত্বে আলোচনা সভায় শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খান নাসিম, কেন্দ্রীয় নেতা মেহেদি আলী খান, মোস্তাফিজুল করীম মজুমদার ও যুবদল নেতা গোলাম মওলা শাহিন বক্তব্য দেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status