দেশ বিদেশ

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস জালিয়াতির দায়ে ৫ পরীক্ষার্থী গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৪১ পূর্বাহ্ন

নিয়োগ পরীক্ষায় ইলেকট্রনিকস ডিভাইস ‘মাস্টারকার্ড’ ব্যবহার করে জালিয়াতির অভিযোগে আরো ৫ পরীক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর গোয়েন্দা সংস্থার (ডিবি উত্তর) একটি টিম শুক্রবার তাদেরকে রাজধানীর ইডেন মহিলা কলেজ, লালমাটিয়া বালিকা উচ্চ বিদ্যালয় ও তেজগাঁও সরকারি উচ্চ বিদ্যালয়ে সোনালী ব্যাংকের নিয়োগ পরীক্ষার হল থেকে তাদেরকে আটক করেছে। তারা হলেন- মো. আহসানুজ্জামান, মমিনুল ইসলাম ওরফে মমিন, রিয়াশদ হোসেন সেতু, রাশিদুল ইসলাম ওরফে তাজুল, শামসুজ্জামান ওরফে পলাশ। ডিবি সূত্রে জানা গেছে, তারা প্রত্যেকেই ইলেকট্রনিকস ডিভাইস মাস্টারকার্ড ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের সঙ্গে মোবাইল ফোনও ছিল। ইলেকট্রনিকস ডিভাইসের মাধ্যমে তারা বাইরে থেকে প্রশ্নপত্রের সমাধান আনতেন। তাদের এই কাজে সহযোগিতা করে আসছিল একটি চক্র। আর এই প্রশ্নপত্রের সমাধানের মূলহোতা পুলকেশ দাস ওরফে বাচ্চুসহ মনিরুল ইসলাম ও মো. ফিরোজ আহমেদকে গত ১৭ই এপ্রিল আটক করে ডিবি। এর আগে ৭ই এপ্রিল রাজধানীর মিরপুর, নিউমার্কেট ও ফার্মগেট এলাকা থেকে এই চক্রের ১০ সদস্যকে গ্রেপ্তার করেছিল ডিবি।
তারা হলো- হবিগঞ্জের পূবালী ব্যাংকের শিক্ষানবিশ কর্মকর্তা মো. মনিরুল ইসলাম ওরফে সুমন, পটুয়াখালীর সোনালী ব্যাংকের আইটি অফিসার অসীম কুমার দাস ও কৃষি ব্যাংকের শিক্ষানবিশ কর্মকর্তা মো. সোহেল আকন্দ। এছাড়া মো. জহিরুল ইসলাম, সাদ্দাতুর রহমান ওরফে সোহান, মো. নাদিমুল ইসলাম, মো. এনামুল হক ওরফে শিশির, শেখ তারিকুজ্জামান, অর্নব চক্রবর্তী ও মো. আরিফুর রহমান।
তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল তারা নিজে জালিয়াতি করে চাকরি নিয়ে আবার একই জালিয়াতি করে অন্যকে সাহায্য করছে। বিনিময়ে হাতিয়ে নিচ্ছে মোটা অঙ্কের টাকা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status