খেলা

যে তালিকার সেরা দশেও নেই মেসি!

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

ফুটবল মাঠে গোল করার যতগুলো রেকর্ড রয়েছে প্রায় সব রেকর্ডে নিজের নাম লিখিয়েছেন লিওনেল মেসি। এমন অধিকাংশ রেকর্ডেই রয়েছেন শীর্ষে। তবে একটা রেকর্ডে সেরা দশেই নাম নেই মেসির। প্রতিপক্ষের খেলোয়াড়দের কিংবা গোলরক্ষকদের বোকা বানিয়ে অহরহ গোল করেছেন এ আর্জেন্টাইন ফরোয়ার্ড। নিজ ক্লাব বার্সেলোনার হয়ে সর্বাধিক ৫৪০ গোলের রেকর্ড গড়া মেসি নেই ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোল করার রেকর্ডের সেরা দশজনের তালিকায়। ইতিহাসের অন্যতম সেরা দুই খেলোয়াড় পেলে ও ম্যারাডোনা দু’জনই রয়েছেন সেরা দশজনের তালিকায়। ফুটবল ক্যারিয়ারে ফ্রি-কিকে ৪০ গোল পেয়েছেন মেসি। এর মধ্যে বার্সার জার্সিতে ৩৪টি এবং আর্জেন্টিনার জার্সি গায়ে ৬টি গোল রয়েছে তার। সেরা দশ ফ্রি-কিক গোলদাতার তালিকায় জায়গা করে নিতে মেসির প্রয়োজন আরো ১৯ গোল। আর শীর্ষে পৌঁছাতে হলে প্রয়োজন ৩৭ গোল। শুধু বার্সাই নয়, মেসির ঝুলিতে রয়েছে লা-লিগার ইতিহাসে সর্বাধিক ৩৭২ গোলের রেকর্ডও। চ্যাম্পিয়ন্স লীগে সর্বাধিক গোলের তালিকায় ক্রিস্টিয়ানো রোনালদোর পরই রয়েছেন মেসি। আর্জেন্টিনার জার্সিতেও সর্বাধিক গোলের রেকর্ডটা নিজের দখলেই রেখেছেন এ ফুটবল জাদুকর। অবশ্য ক্যারিয়ারের শুরুতে বার্সার হয়ে ফ্রি-কিক নেয়ার সুযোগ খুব কমই পেয়েছেন মেসি। জাভি হার্নান্দেজ কিংবা আন্দ্রেস ইনিয়েস্তাই বার্সেলোনার বেশির ভাগ ফ্রি-কিক নিয়েছেন। তবে চলতি মৌসুমে ফ্রি-কিকে মোট ছয় গোল করে ২০০৬-০৭ মৌসুমে গড়া রোনালদিনহোর রেকর্ড স্পর্শ করেন তিনি। ফ্রি-কিকে গোলদাতার তলিকায় রোনালদিনহো রয়েছেন চার নম্বরে। আর বর্তমান সময়ে মেসির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদোও নেই সেরা দশ ফ্রি-কিক গোল সংগ্রাহকের তালিকায়।
ফ্রি-কিক থেকে সবচেয়ে বেশি গোল করা সেরা ১০ জন
খেলোয়াড়     গোল
১. জুনিনহো (ব্রাজিল)      ৭৭
২. পেলে (ব্রাজিল)      ৭০
৩. ভিক্টর লেগরোতাগলি (আর্জেন্টিনা)    ৬৬
৪. রোনালদিনহো (ব্রাজিল)      ৬৬
৫. ডেভিড বেকহ্যাম (ইংল্যান্ড)     ৬৫
৬. দিয়েগো ম্যারাডোনা (আর্জেন্টিনা)    ৬২
৭. জিকো (ব্রাজিল)     ৬২
৮. রোনাল্ড কোম্যান (নেদারল্যান্ডস)    ৬০
৯. রোজারিও চেনি (ব্রাজিল)     ৫৯
১০. মার্সেলিনহো (ব্রাজিল)     ৫৯
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status