খেলা

ওয়েঙ্গারের স্থলাভিষিক্ত হচ্ছেন এনরিকে

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

কে হচ্ছেন গানারদের পরবর্তী কোচ? গতকাল ইংলিশ গণমাধ্যম ডেইলি মেইল জানায়, বার্সেলোনার সাবেক কোচ লুইস এনরিকেকে উড়িয়ে আনছে আর্সেনাল। মৌসুম শেষে দায়িত্ব ছেড়ে দিচ্ছেন আর্সেনালের ২২ বছরের কোচ আর্সেন ওয়েঙ্গার।  ডেইলি মেইল জানায়, আর্সেনালের সঙ্গে চুক্তিও সম্পন্ন হয়েছে এনরিকের। আগামী মে’তেই আর্সেনালের দায়িত্ব গ্রহণ করবেন এই স্প্যানিয়ার্ড কোচ। আর্সেনালের নতুন পরিচালক রাউল সানলেহির সঙ্গে সুসম্পর্ক রয়েছে লুইস এনরিকের। কিছুদিন আগেই তাদের লন্ডন ক্লাবের এক ডিনার পার্টিতেও একসঙ্গে দেখা গেছে। ডেইলি মেইলের দাবি, দু’জন কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েই আলোচনা করার জন্য মিলিত হন। এনরিকেকে আর্সেনালে টানার অন্য একটি কারণও রয়েছে। যদি কখনো তার সাবেক শিষ্য লিওনেল মেসি বার্সেলোনা ছেড়ে কোনো ইংলিশ ক্লাবে যোগ দেন তাহলে যাতে খুব সহজে তাকে আর্সেনালে টানা যায়। এর আগে বার্সার সাবেক কোচ পেপ গার্দিওলা আরেক ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটিতে আসার পর মেসিকে এ দলে ভেড়ানো নিয়েও এমন গুঞ্জন ওঠে। গত বছর বার্সেলোনার চাকরি ছাড়েন এনরিকে। তিন বছর কাতালানদের দায়িত্ব পালন করেন ৪৭ বছর বয়সী এ কোচ। তার অধীনে ৯টি শিরোপা জেতে বার্সেলোনা। এর মধ্যে দু’টি লা লিগা ও একটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাও রয়েছে। বার্সেলোনা ছাড়াও রোমা এবং সেল্টা ভিগোর কোচের দায়িত্ব পালন করেন লুই এনরিকে। অন্যদিকে আর্সেনালে দীর্ঘ ২২ বছরের ক্যারিয়ারে ৩টি ইংলিশ প্রিমিয়ার লীগ শিরোপা জেতেন ওয়েঙ্গার। এ ছাড়া সাত বার ইংলিশ এফএ কাপের শিরোপা জয়ের কৃতিত্ব রয়েছে এ ফরাসি কোচের। এনরিকে ছাড়াও আর্সেনালের সম্ভাব্য কোচের তালিকায় রয়েছে গানারদের সাবেক খেলোয়াড় প্যাট্রিক ভিয়েরা ও কার্লো আনচেলোত্তির নাম।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status