খেলা

নেইমারের ‘সেরা’তে নেই মেসি-রোনালদো!

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৩৫ পূর্বাহ্ন

বিশ্বকাপে কাদের ওপর সবার নজর থাকবে? নেইমারের এমন তালিকায় নাম নেই লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর! আসন্ন রাশিয়া বিশ্বকাপে সম্ভাব্য সুপারস্টারদের নাম বলতে গিয়ে গ্রহের অন্যতম দুই সেরা ফুটবলার মেসি-রোনালদোর নাম এড়িয়ে যান ব্রাজিলিয়ান এ তারকা। স্বদেশি ফিলিপ্পে কুটিনহো ও গ্যাব্রিয়েল জেসুসের পাশাপাশি লিভারপুলের হয়ে ইউরোপ মাতানো মিশরি স্ট্রাইকার মোহাম্মদ সালাহ, বার্সেলোনার উরুগুইয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজ এবং বেলজিয়ামের দুই তারকা চেলসির ইডেন হ্যাজার্ড ও ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইনার নাম উল্লেখ করেছেন নেইমার। তার মতে এবারের বিশ্বকাপে ব্যক্তিগত নেপুণ্যে আলো ছড়াবেন অনেকেই, ‘আমরা বিশ্বকাপ নিয়ে কথা বলছি। এখানে অনেক চমৎকার খেলোয়াড় রয়েছে। কুটিনহো ও জেসুস পার্থক্য গড়ে দিতে পারে। আমি আশা করি তারা পারবে। মোহাম্মদ সালাহ কোনো বড় দলের হয়ে খেলে না, কিন্তু সে ভালো একটি বিশ্বকাপ পেতে পারে। প্রতিভাবান খেলোয়াড়দের মধ্যে হ্যাজার্ড, ব্রুইনা, সুয়ারেজ অন্যতম। আমরা সবাই ভালো পারফরম্যান্স করতে পারবো বলে আমি আশাবাদী।
তবে ব্রাজিলের বিপক্ষে তাদের পেতে চাই না।’ নেইমার তার সাবেক বার্সা সতীর্থ মেসি ও রিয়াল মাদ্রিদ আইকন রোনালদোকে সেরাদের তালিকায় না রাখলেও বোদ্ধাদের চোখে এবারের বিশ্বকাপ শিরোপার দাবিদার মেসির আর্জেন্টিনা ও রোনালদোর পর্তুগালও। দু’জনই নিজ নিজ দলের আশার প্রদীপ। নেইমার নিজেও বিশ্বকাপ মাতানোর অপেক্ষায় আছেন। পায়ের ইনজুরি কাটিয়ে যত দ্রুত সম্ভব মাঠে ফিরতে মরিয়া তিনি। আগামী ১৪ই জুন বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠবে। ব্রাজিলকে সবচেয়ে শক্তিশালী দল মনে করেন নেইমার, ‘আমার দৃষ্টিতে ব্রাজিল দল এখন সবার চেয়ে শক্তিশালী। বিশ্বকাপ জিততে আমাদের অসাধারণ সব খেলোয়াড় রয়েছে এবং আমরা তা করে দেখানোর চেষ্টা করবো।’ রাশিয়ায় আসরের ‘ই’ গ্রুপে ব্রাজিলের প্রতিপক্ষ সুইজারল্যান্ড, কোস্টারিকা ও সার্বিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status