খেলা

সাকিব রেকর্ড গড়বেন কি আজই

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

গর্বের পৃথক দুই রেকর্ডের দোরগোড়ায় রয়েছেন সাকিব আল হাসান। আর সাকিবের রেকর্ড রচিত হতে পারে আজই। ঘরোয়া টি-টোয়েন্টি আসর ইন্ডিয়ান প্রিমিয়ার লীগে (আইপিএল) আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে মাঠ নামছে সাকিবের সানরাইজার্স হায়দরাবাদ। সব ধরনের টি-টোয়েন্টি ক্রিকেটে এ পর্যন্ত ২৫৮ ম্যাচে সাকিব আল হাসানের সংগ্রহ ৪০৪৩ রান। আর বল হতে সাকিবের শিকার ইতিহাসের পঞ্চম সর্বাধিক ২৯৯ উইকেট। আজ চেন্নাই সুপার কিংসের বিপক্ষে ম্যাচে বল হাতে ১ উইকেট পেলেই বিশ্বের মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে ৪০০০ রান এবং ৩০০ শিকারের ‘ডাবল’ পূর্ণ হবে সাকিব আল হাসানের। টি-টোয়েন্টির ইতিহাসে ব্যাটে-বলে এমন কীর্তি রয়েছে কেবল ক্যারিবীয় অলরাউন্ডার ডোয়াইন ব্রাভোর। ক্যারিয়ারে ৩৭৯ টি-টোয়েন্টি ম্যাচে ব্রাভোর সংগ্রহ ৫৬০৭ রান এবং বল হাতে এ ক্যারিবীয় পেসারের শিকার সর্বাধিক ৪১৬ উইকেট। আজ এক উইকেট পেলে টি-টোয়েন্টিতে মাত্র পঞ্চম বোলার হিসেবে ৩০০ শিকারের এলিট ক্লাবে প্রবেশ করবেন সাকিব। এমন কীর্তি রয়েছে কেবল ডোয়াইন ব্রাভো, লঙ্কান পেসার লাসিথ মালিঙ্গা, পাকিস্তানি লেগস্পিনার শহীদ আফ্রিদি ও ওয়েস্ট ইন্ডিজের অফস্পিনার সুনীল নারাইনের।
চলতি আইপিএলে মুম্বইয়ের বিপক্ষে ম্যাচে ব্যাট হাতে আসরে ৫০০ রানের ল্যান্ডমার্ক স্পর্শ করেন সাকিব আল হাসান। আসরে আগের টানা সাত বছর কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলেছেন সাকিব আল হাসান। এবারের নিলামে দুই কোটি রুপিতে সাকিবকে দলে নেয় সানরাইজার্স হায়দরাবাদ। চলতি আসরে চার ম্যাচে ৫ উইকেট নিয়েছেন সাকিব। আইপিএল ক্যারিয়ারে বাঁ-হাতি স্পিনার সাকিব আল হাসানের শিকার ৪৮ উইকেট। আর দুই উইকেট পেলেই আইপিএলে ব্যাটে-বলে ৫০০ রান ও ৫০ শিকারের ‘ডাবল’ পূর্ণ হবে সাকিব আল হাসানের। আসরে এমন কৃতিত্ব রয়েছে কেবল ১১ জন ক্রিকেটারের। আইপিএলে ৪৭ ম্যাচে ২২.৪৪ গড়ে সাকিবের সংগ্রহ ৫৬১ রান। আর বল হাতে সাকিবের ইকোনমি গড় ৭.৩৭।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status