খেলা

পিএসজি ছাড়তে পারবেন না নেইমার!

স্পোর্টস ডেস্ক

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

কয়েক মাস ধরেই গুঞ্জন চলছে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে আগামী মৌসুমে রিয়াল মাদ্রিদে যোগ দেবেন নেইমার। তবে নেইমারের সঙ্গে পিএসজির চুক্তিতে কোনো রিলিজ ক্লজ নেই। তাই রিয়াল মাদ্রিদ নেইমারকে দলে নিতে চাইলেও বাধা হয়ে দাঁড়াতে পারে পিএসজির সঙ্গে তার চুক্তি, এমনটাই জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যম। গতকাল স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানায়, পিএসজিতে বাই আউট ক্লজ নেই নেইমারের। চুক্তিতেই তা উল্লেখ রয়েছে। অর্থাৎ চাইলেই যে কোনো ক্লাব নেইমারকে কিনতে পারবে না। ফলে যতক্ষণ পর্যন্ত পিএসজি তাকে ছাড়তে রাজি না হবে ততক্ষণ পর্যন্ত অন্য কোনো ক্লাবই কিনতে পারবে না এ ব্রাজিলিয়ান সুপারস্টারকে। গত বছর আরেক স্প্যানিশ ক্লাব বার্সেলোনা থেকে ২২২ মিলিয়ন ইউরোর ট্রান্সফারে পিএসজিতে নাম লেখান নেইমার। বার্সেলোনার জার্সি গায়ে ১৮৬ ম্যাচে ১০৪ গোল রয়েছে এ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। বিভিন্ন গণমাধ্যমের তথ্য মতে, ২৩০ অথবা ২৫০ মিলিয়ন ইউরোতে নেইমারকে দলে ভেড়াবে রিয়াল। চাইলে ৩০০ মিলিয়ন দিতেও রাজি তারা। গতকাল ব্রাজিলিয়ান রেডিও গেল্টাবোকে পিএসজির এক আইনজীবী বলেন, আমি নিশ্চিতভাবেই বলতে পারি নেইমারের চুক্তিতে কোনো বাই আউট ক্লজ নেই। পাশাপাশি তাকে ছাড়তেই হবে এমন কোনো ক্লজও নেই। একই কথা বলেন ফরাসি ফুটবল পরিচালক। পেশাদার ফুটবল লীগের পরিচালক ডিডিয়ার কুইলট বলেন, লীগ কমিটিতে যেটা রেজিস্টার রয়েছে সে অনুসারেই বলছি, নেইমারের কোনো বাই আউট ক্লজ নেই। চলতি মৌসুমে পিএসজির হয়ে সব প্রতিযোগিতায় ৩০ ম্যাচে ২৮ গোল করেন নেইমার। গত মার্চে ফরাসি লীগ ওয়ানে অলিম্পিক মার্সেইয়ের বিপক্ষে পায়ে চোট পান তিনি। অস্ত্রোপচারের পর বর্তমানে ব্রাজিলে পুনর্বাসনে রয়েছেন নেইমার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status