খেলা

বাংলাদেশ সফরে ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল

স্পোর্টস রিপোর্টার

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:৩৩ পূর্বাহ্ন

বাংলাদেশ শারীরিক প্রতিবন্ধী দলের সঙ্গে তিন ম্যাচের দ্বি-পক্ষীয় সিরিজ খেলতে ঢাকায় এসেছে ভারতের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেট দল। আজ ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের আশুলিয়া ক্যাম্পাস মাঠে প্রতিযোগিতার উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। পরের ম্যাচ দু’টি হবে সোম ও মঙ্গলবার। প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল দশটায়। এই সিরিজের আয়োজক শারীরিক প্রতিবন্ধীদের নিয়ে কাজ করা এসোসিয়েশন ফর রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড রাইটস ইমপ্লিমেনটেশন ফর ডিজঅ্যাবিলিটিস (আরদ্রিদ)। সিরিজে অংশ নিতে শুক্রবার ঢাকায় পৌঁছেছে ভারতীয় দল। গত সেপ্টেম্বরে ইন্ডিয়ান ক্রিকেট ফেডারেশন ফর দ্য ডিজঅ্যাবলড (আইসিএফডি) ও আরদ্রিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়। চুক্তি অনুযায়ী, প্রত্যেক বছর বাংলাদেশের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে ভারতীয় দল আসবে বাংলাদেশে। আর ভারতের স্বাধীনতা দিবসকে সম্মান জানাতে বাংলাদেশের শারীরিক প্রতিবন্ধী ক্রিকেটাররা যাবেন ভারত সফরে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status