বাংলারজমিন

টু ক রো খ ব র

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:১৪ পূর্বাহ্ন

জয়পুরহাটে কুটির শিল্প মেলা শুরু
জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটে প্রেস ক্লাবের উদ্যোগে মাসব্যাপী বৈশাখী হস্ত, বস্ত্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। গতকাল কেন্দ্রীয় বাস টার্মিনালে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক মোকাম্মেল হক। উদ্বোধনী অনুষ্ঠানে প্রেস ক্লাবের সভাপতি মোস্তাকিম ফারোখের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন পুলিশ সুপার রশীদুল হাসান, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রতন কুমার খা, পৌর মেয়র মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ। মেলায় হস্ত, বস্ত্র, কুটির শিল্প, বাচ্চাদের খেলনা, খাবারের দোকানসহ ১০০টির বেশি স্টল ছাড়াও বিভিন্ন ধরনের বিনোদনমূলক রাইড, নাগরদোলা ও সার্কাস রয়েছে।

ইন্দুরকানীতে ইয়াবাসহ ব্যবসায়ী গ্রেপ্তার
ইন্দুরকানী (পিরোজপুর) প্রতিনিধি: ইন্দুরকানীতে ৭৪ পিস ইয়াবাসহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার বিকালে ইন্দুরকানী থানার এসআই মো. হুমায়ূন কবির ও এএসআই মো. হেলাল উদ্দিনের নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে উপজেলার উত্তর কলারণ এলাকা থেকে চণ্ডিপুর গ্রামের আ. ছালাম হাওলাদারের ছেলে মো. রাজু হাওলাদার (৩২) কে আটক করে। পরে গতকাল আটককৃতকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের একটি মামলায় আটক দেখিয়ে আদালতে পাঠিয়েছে পুলিশ।

কালাইয়ে ট্রেনিং সেন্টার উদ্বোধন
কালাই (জয়পুরহাট) প্রতিনিধি: দেশে শিক্ষিত বেকার দূর করণের জন্য এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিজ্ঞ ফ্রিলান্সার তৈরি করার লক্ষ্যে জয়পুরহাটের কালাইয়ে ডেটা সফট বাংলাদেশ কম্পিউটার ট্রেনিং সেন্টার উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল কালাই পাঁচশিরা বাজার সৌদি মার্কেটে ডেটা সফট বাংলাদেশ ট্রেনিং সেন্টার শুভ উদ্বোধন করেন কালাই থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ খান।

কুড়িগ্রামে জন অবহিতকরণ সভা
স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম থেকে: কুড়িগ্রামে সরকারি-বেসরকারি বিভিন্ন শ্রেণি পেশার মানুষদের নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জন অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে কুড়িগ্রাম অভিনন্দন কনভেনশন সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের তথ্য কমিশনার নেপাল চন্দ্র সরকার। জেলা প্রশাসক মোছা. সুলতানা পারভীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জু, সদর ইউএনও আমিন আল পারভেজ প্রমুখ।

ভাঙ্গুড়ায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ভাঙ্গুড়ায় ৮শ’ গ্রাম গাঁজাসহ একাধিক মাদক মামলার আসামি টিপু সুলতান (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। সে উপজেলার বেতুয়ান গ্রামের হাবিবুর রহমান মাস্টারের ছেলে।
শ্রীনগরে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
শ্রীনগর (মুন্সীগঞ্জ) প্রতিনিধি: শ্রীনগরে অস্ত্র মামলার ১৭ বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে শ্রীনগর থানার এসআই ইউনুছ মুন্সী ও এএসআই আলী মুনছুরের নেতৃত্বে পুলিশ উপজেলার কুকুটিয়া ইউনিয়নের কাজলপুর গ্রামের নিজ বাড়ি থেকে সাজাপ্রাপ্ত আসামি বাবু (৩২) কে গ্রেপ্তার করে। বাবু ওই এলাকার মৃত আ. খালেকের ছেলে।

পটুয়াখালীতে কর্মশালা
পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মাতৃমৃত্যু ও শিশু মৃত্যুর হার কমানো এবং নিরাপদ প্রতিষ্ঠানিক প্রসবকে উৎসাহিত করার লক্ষ্যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সার্বক্ষণিক স্বাভাবিক প্রসব সেবা জোরদারকরণ বিষয়ক অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরাধীন এমসিএইচ সার্ভিসেস ইউনিটের উদ্যোগে গতকাল সকালে পটুয়াখালী জেলা শিশু একাডেমি মিলনায়তনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের (স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ) সচিব মো. ফয়েজ আহম্মদ।

তথ্য অধিকার আইন বিষয়ক অবহিতকরণ সভা
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি: চিলমারীতে সরকারি, বে-সরকারি বিভিন্ন শ্রেণি পেশার লোকজনদেরকে নিয়ে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকালে উপজেলার পরিষদ হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা প্রশাসনও তথ্য কমিশন বাংলাদেশের আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পরিচালক ড. মো. আ. হাকিম গবেষণা, প্রকাশনা ও প্রশিক্ষণ বাংলাদেশ তথ্য কমিশন ঢাকা।

পঞ্চগড়ে চিকিৎসককে হত্যার হুমকি
পঞ্চগড় প্রতিনিধি: সর্বহারা কমিউনিস্ট পার্টির সদস্য পরিচয়ে অজ্ঞাত এক ব্যক্তি পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের একজন চিকিৎসকের কাছে চাঁদা দাবি করেছে। না হলে তাকে ও তার পরিবারের সদস্যদের হত্যার হুমকি দিয়েছে। হাসপাতালের জুনিয়ার কনসালটেন্ট (এনেসথেসিয়া) ডা. মনসুর আলী জানান, গতকাল তার মোবাইল ফোনে ওই ব্যক্তি কয়েকবার একাধিক নম্বর (০১৯০২-৪১৫৬৭৫, ০১৭৭৭-৯২০৬৩৮, ০১৬৩৩৬৩৯৮৫৯) থেকে ফোন করে। সে সর্বহারা কমিউনিস্ট পার্টির অনেক সদস্য আহত হয়ে চিকিৎসাধীন ও অনেকে ভারতসহ বিভিন্নস্থানে আত্মগোপন করে আছে জানিয়ে তাদের সহায়তার জন্য চাঁদা দাবি করে। চাঁদা না দিলে ওই ব্যক্তি ডা. মনসুর আলীসহ তার পরিবারের সদস্যদের গুম ও হত্যার হুমকি দেয়। একই সঙ্গে বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে না জানাতে হুঁশিয়ারি দেয়।

ফেনীতে ইয়াবাসহ দুই মাদরাসা ছাত্র আটক
ফেনী প্রতিনিধি: ফেনীতে ইয়াবাসহ দুই মাদরাসা ছাত্রকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের স্টেশন রোড এলাকা থেকে আসিফ করিম অভি (১৭) ও হাফেজ আদনান বিন আব্দুল্লাহকে (১৫) আটক করা হয়। ফেনী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) রাশেদ খান চৌধুরী জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শহরের স্টেশন রোড এলাকায় অভিযান চালায় পুরিশ। এ সময় আল-জামেয়াতুল ফালাহিয়া কামিল মাদরাসা থেকে দাখিল পরীক্ষার ফল প্রার্থী আসিফ করিম অভি ও ফেনী রেসিডেন্সিয়াল ক্যাডেট মাদরাসার ৮ম শ্রেণির ছাত্র হাফেজ আদনান বিন আবদুল্লাহকে আটক করে। পুলিশ তাদের কাছ থেকে ৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status