বাংলারজমিন

সুধারামে বসতবাড়িতে সন্ত্রাসী হামলা ও ভাঙচুর

স্টাফ রিপোর্টার, নোয়াখালী থেকে

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৯:১৩ পূর্বাহ্ন

সুধারামে বসতবাড়িতে ‘নীরব’ বাহিনীর সন্ত্রাসী হামলা, ভাঙচুর, ২ লক্ষাধিক টাকা লুট, মা-মেয়ের শ্লীলতাহানি ঘটেছে। এতে গ্রেপ্তার হয়েছে ২ জন। ঘটনাটি ঘটেছে জেলা সদর থানার পশ্চিম এওজবালিয়া গ্রামের আব্দুস সাত্তার বিজিবি’র বাড়িতে গতকাল সকাল সাড়ে ১১টায়। পুলিশ ও এলাকাবাসী জানায়, সুবর্ণচর উপজেলার চরজব্বার থানার “নীরব” বাহিনীর নেতৃত্বে মোজাম্মেল, রহিম, আনোয়ার, শান্ত, বকুল ও জহুরাসহ ১ ডজন সন্ত্রাসী উক্ত বসতঘরে “মার মার” ডাক দিয়ে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা লোহার রড, লাঠি, ঢাল, সুড়কিসহ দেশীয় অস্ত্রশস্ত্র ব্যবহার করে বসতঘরে হামলা, ভাঙচুর ও লুটতরাজ চালায়। ঘটনা চলাকালে তাদের আরেকটি গ্রুপ পুকুরে জাল ফেলে অর্ধ লক্ষাধিক টাকার মাছ লুট করে নেয়ার প্রাক্কালে বাধা দিলে ক্ষিপ্ত হয়ে গৃহবধূ পারভীন আক্তার ও এসএসসি পরীক্ষার্থিনী নূপুর আক্তারকে অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সেলোয়ার কামিজ টানা হেঁচড়া করে শ্লীলতাহানি করে। এ ন্যক্কারজনক ঘটনা চলাকালে ইসমাইল হোসেন, মো. আনোয়ার হোসেন, ইসমাইল, আবুল মাস্টার, ফাতেমা বেগম, নাসরিন, সাত্তার ও রায়হানসহ ৯ জন আহত হয়। আশংকাজনক অবস্থায় মা ও মেয়েকে নোয়াখালী সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সন্ত্রাসী হামলার প্রাক্কালে বসতঘরে স্বর্ণালংকার, মোবাইল, নগদ টাকাসহ ২ লাখ ২২ হাজার ৫শ’ টাকা ছিনিয়ে নিয়ে যায়। এ ব্যাপারে গৃহবধূ পারভীন আক্তার বাদী হয়ে সুধারাম মডেল থানায় একডজন সন্ত্রাসীর বিরুদ্ধে মামলা করেন। তদন্তকারী এসআই ইমতিয়াজ মানবজমিনকে জানান, আসামি মোজাম্মেল হোসেন ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status