এক্সক্লুসিভ

মৃত পুলিশ কর্মকর্তার পরিবারকে ইসি’র অনুদান

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৮:৪২ পূর্বাহ্ন

ভোটকেন্দ্রে দায়িত্ব পালনরত অবস্থায় মৃত্যুবরণকারী পুলিশ পরিদর্শক মোসলেম উদ্দিনের পরিবারকে আর্থিক অনুদান দিচ্ছে নির্বাচন কমিশন। গত বছর জামালপুরের ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদ নির্বাচনে দায়িত্ব পালনকালে হিট স্ট্রোকের শিকার হয়ে ওই পুলিশ কর্মকর্তা মারা যান। ইসি’র জনসংযোগ দপ্তর থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা নির্বাচন কমিশনের পক্ষ থেকে মোসলেম উদ্দিন এর পরিবারকে সাড়ে পাঁচ লাখ টাকার আর্থিক অনুদানের চেক প্রদান করবেন। এ চেক প্রদান অনুষ্ঠান সিইসি’র দপ্তরে সকাল ১১টায় অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, ২০১৭ সালের ২৩শে মে ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়ন পরিষদের নির্বাচনের দায়িত্ব পালনের জন্য জামালপুর পুলিশ লাইন্স থেকে বামনা সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে যান পুলিশ পরিদর্শক উদ্দিন। প্রচণ্ড গরমের মধ্যেও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনের ভোটগ্রহণ ও গণনা শেষ হয়। কিন্তু ভোট গণনা শেষে ওই ভোটকেন্দ্রে দুই ইউপি সদস্য প্রার্থীর সমর্থকের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। দু’পক্ষের সংঘাত নিয়ন্ত্রণ করতে গিয়ে গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হন মোসলেম উদ্দিন। পরে অন্য পুলিশ সদস্যরা তাকে দ্রুত ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসকরা মোসলেম উদ্দিনকে মৃত ঘোষণা করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status