বাংলারজমিন

সেলাই মেশিন বিতরণকালে জেলা পরিষদ চেয়ারম্যান

২০৪১ সালে দারিদ্র্যমুক্ত দেশ হবে বাংলাদেশ

স্টাফ রিপোর্টার, কুমিল্লা থেকে

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৮:২৯ পূর্বাহ্ন

কুমিল্লা জেলা পরিষদের চেয়ারম্যান রিয়ার এডমিরাল (অব.) আবু তাহের  বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল করতে চান। নারীর অধিকার প্রতিষ্ঠিত করতে চান। আমাদের দেশ ইতিমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হয়েছে। মধ্যম আয়ের দেশ হিসেবে এখানে হতদরিদ্র বলতে কেউ থাকবে না। ২০৪১ সালে দারিদ্র্যমুক্ত দেশ হবে বাংলাদেশ। আমরা সরকারের নির্দেশে কুমিল্লার বিভিন্ন উপজেলার দরিদ্র জনগোষ্ঠীর আত্মকর্মসংস্থান ও আয়বর্ধনের জন্য বেকার, অসচ্ছল, কর্মক্ষম, বিধবা, স্বামী পরিত্যক্তা ও দুস্থ নারীদের পুনর্বাসনের জন্য জেলা পরিষদের মাধ্যমে সেলাই মেশিন বিতরণ করছি। জেলা পরিষদ সম্মেলন কক্ষে ৫০টি সেলাই মেশিন বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার ভৌমিক, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আব্দুল্লাহ আল মাহমুদ শহীদ, জেলা পরিষদের সদস্য অ্যাডভোকেট আবু তাহের, তৌহিদুল ইসলাম, অ্যাডভোকেট তানজিনা আক্তার, শাহজাহান আহমেদ ও কর্মকর্তা-কর্মচারীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status