বাংলারজমিন

সিলেটে জনতা ব্যাংকের বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৮:২৯ পূর্বাহ্ন

খেলাপি ঋণ আদায়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ, বিনিয়োগ বাড়ানো এবং অনলাইন ব্যাংকিংয়ের সুবিধা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছানোসহ সার্বিক সেবা বৃদ্ধির প্রতিশ্রুতির মধ্য দিয়ে সিলেটে শেষ হয়েছে জনতা ব্যাংকের দিনব্যাপী বিভাগীয় ব্যবস্থাপক সম্মেলন। সমপ্রতি দরগাহ গেটস্থ এক অভিজাত হোটেলে অনুষ্ঠিত ওই সম্মেলনে ব্যাংকের পরিচালক  মসিহ মালিক চৌধুরী এফসিএ প্রধান অতিথির বক্তৃতা করেন। ব্যাংকের সিলেট বিভাগের জিএম মোহাম্মদ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে সম্মেলনে প্রধান আলোচক ছিলেন- প্রতিষ্ঠানের সিইও এবং এমডি আবদুছ ছালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন- ডিএমডি মো. ইসমাইল হোসেন, প্রধান কার্যালয়ের জিএম মো. আরিফুর রহমান আকন্দ, জিএম (সিএফও) নুরুল আলম এফসিএ, ডিজিএম মিজানুর রহমান। উপস্থিত ছিলেন- এরিয়া অফিস সিলেটের ডিজিএম মো. আবদুল ওয়াদুদ, সুনামগঞ্জের নজরুল ইসলাম মজুমদার, হবিগঞ্জের মো. হুমায়ূন কবির এবং মৌলভীবাজারের ডিজিএম মো. একরামুল হক আকন এবং সিলেট কর্পোরেট শাখার ডিজিএম সনদীপ কুমার রায় প্রমুখ। সিলেট বিভাগের সব কর্পোরেট ও অন্যান্য শাখা ব্যবস্থাপকদের অংশগ্রহণে জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সম্মেলনটি শুরু হয়। যার সমাপ্তি হয় গ্রহকদের সর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকারের মধ্য দিয়ে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status