বিনোদন

‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ গ্রন্থ প্রকাশ

স্টাফ রিপোর্টার

২২ এপ্রিল ২০১৮, রবিবার, ৮:১২ পূর্বাহ্ন


বাংলাদেশের চলচ্চিত্রে সত্তর আশির দশকে অনেক কালজয়ী ছবি উপহার দিয়েছেন প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খান। গতকাল ছিল তার ৭৯তম জন্মদিন। এ উপলক্ষে এদিন বিকাল ৪টায় জহির রায়হান কালার ল্যাবে হয়ে গেল ‘মুভি মোগল এ কে এম জাহাঙ্গীর খান’ জীবনীমূলক গ্রন্থটির প্রকাশ। এটি লিখেছেন সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ। প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অধ্যাপক ড. আনিসুজ্জামান, বিশেষ অতিথি তথ্য প্রতিমন্ত্রী তারানা হালিম উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে পরিচালক আমজাদ হোসেন, মুশফিকুর রহমান গুলজার, বিশিষ্ট
চলচ্চিত্র অভিনেতা ফারুকসহ অনেকে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন চলচ্চিত্র ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। বইটিতে প্রযোজক এ কে এম জাহাঙ্গীর খানের বৈচিত্র্যময় জীবনের নানা দিক তুলে ধরা হয়েছে বলে জানান সাংবাদিক আবদুল্লাহ জেয়াদ। চলচ্চিত্রে প্রথমে পরিবেশক ছিলেন তারপর ১৯৭৬ সালে প্রযোজক হিসেবে আত্মপ্রকাশ করেন জাহাঙ্গীর খান। তার প্রথম প্রযোজনার ছবি ‘নয়নমণি’। পরিচালনা করেন আমজাদ হোসেন। এরপর তিনি একের পর এক প্রযোজনা করেন ‘তুফান’, ‘রাজকন্যা’, ‘বাদল’, ‘সওদাগর’, ‘রাজ সিংহাসন’, ‘তিন বাহাদুর’, ‘পদ্মাবতী’, ‘সম্রাট’, ‘চন্দ্রনাথ’, ‘সোনাই বন্ধ’ু, ‘রঙিন রূপবান’, ‘রঙিন রাখালবন্ধ’ু, ‘শুভদা’, ‘রঙিন কাঞ্চন মালা’, ‘প্রেম দিওয়ানা’, ‘ডিসকো ড্যান্সার’সহ অনেক সুপারহিট ছবি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status