বাংলারজমিন

টু ক রো খ ব র

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

বরুড়ায় ফ্রি-মেডিকেল ক্যাম্প
বরুড়া (কুমিল্লা) প্রতিনিধি: বরুড়া উপজেলায় ভবানীপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঢাকাস্থ বরুড়া থানা জনকল্যাণ সমিতির উদ্যোগে ও এগারগ্রাম উচ্চ বিদ্যালয়ের সহযোগিতায় এক মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল আটটায় মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন ঢাকাস্থ বরুড়া জনকল্যাণ সমিতির সভাপতি সড়ক ও সেতু মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মনিন্দ্র কিশোর মজুমদার। ভোর ছয়টা থেকেই উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে হাজার হাজার রোগীর ঢল নামে এই মেডিকেল ক্যাম্পে। মেডিকেল ক্যাম্পে দেশের খ্যাতনামা শিশু রোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. রুহুল আমিনের নেতৃত্বে চক্ষু, মেডিসিন, কিডনি, ডায়াবেটিস, বক্ষব্যাধি নানান রোগের প্রায় ৭০ জন বিশেষজ্ঞ ডাক্তার অংশ নেয় এই ফ্রি-মেডিকেল ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচিতে। বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. মনিরুজ্জান বাবুলের সার্বিক তত্ত্বাবধানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবু তাহের ও সহকারী প্রধান শিক্ষক কামরুজ্জামানের সহযোগিতায় আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক সংসদ সদস্য নাছিমুল আলম চৌধুরী নজরুল প্রমুখ।
কয়রায় হরিণের মাথা ও শিং উদ্ধার
কয়রা (খুলনা) প্রতিনিধি: কয়রায় হরিণের মাথা সহ শিং উদ্ধার করেছে বন বিভাগ। জানা গেছে গত বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে উপজেলার দক্ষিণ বেদকাশী ইউনিয়নের ছোট আংটিহারা গ্রামের মহিবুল্যাহ মোড়লের বাড়ি থেকে ৩টি হরিণের মাথা ও ৪টি শিং উদ্ধার করা হয়। কয়রা উপজেলা সিনিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিজ্ঞ বিচারক মো. জাহিদুল ইসলামের উপস্থিতিতে এ অভিযান পরিচালিত হয়। অভিযানকালে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা মো. সুলতান মাহমুদ হাওলাদার, কোবাদক স্টেশন কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন সহ বন বিভাগের স্টাফরা উপস্থিত ছিলেন।
রায়পুরে অস্ত্র, গুলিসহ আসামি গ্রেপ্তার
লক্ষ্মীপুর প্রতিনিধি: রায়পুর উপজেলা থেকে অস্ত্র, ৩ রাউন্ড গুলি ও ৫ কেজি গাঁজাসহ নাছির উদ্দিন নামের একাধিক মামলার এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে গোপন সংবাদের ভিত্তিতে চরমোহনা এলাকায় চেকপোস্ট বসিয়ে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নাছির চরমোহনা এলাকার চন্নু মিয়ার ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় অস্ত্র ও মাদক আইনে একাধিক মামলা রয়েছে।
ভাঙ্গুড়ায় যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি: ভাঙ্গুড়ায় যৌতুকের দাবিতে এক গৃহবধূকে প্রচণ্ড মানসিক ও শারীরিক নির্যাতন করেছে পাষণ্ড স্বামী ও তার পরিবার। নির্যাতিতা গৃহবধূ ভাঙ্গুড়া পৌর সদরের আদর্শপাড়ার নাসিম ইসলামের স্ত্রী শিখা খাতুন (২০)। এ ঘটনায় শুক্রবার ওই গৃহবধূ তার স্বামী নাসিম ইসলাম, শ্বশুর কিতাব ইসলাম ও ননদ নাসিমা পারভীনকে অভিযুক্ত করে ভাঙ্গুড়া থানায় লিখিত অভিযোগ করেছেন। অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা যায়, দু’বছর পূর্বে পার্শ্ববর্তী ফরিদপুর উপজেলার খাগড়বাড়িয়া গ্রামের আব্দুল আজিজের কন্যা শিখা খাতুনের সঙ্গে নাসিমের বিয়ে হয়। সেসময় নাসিমকে যৌতুক হিসেবে নগদ সত্তর হাজার টাকা ও পনের হাজার টাকার আসবাবপত্র দেয়া হয়। কিন্তু বিয়ের কিছু দিন পর থেকেই নাসিম ও তার পরিবার আবারো ওই গৃহবধূকে তার বাবার কাছ থেকে পঞ্চাশ হাজার টাকা আনতে বলে। শিখার দরিদ্র বাবা টাকা দিতে ব্যর্থ হলে শিখার ওপর শুরু হয় নির্যাতন। একপর্যায়ে বৃহস্পতিবার রাতে শিখাকে নাসিম ও পরিবারের সকলে মারধর করে বাড়িতে ফেলে রাখে। খবর পেয়ে রাতেই শিখার আত্মীয়স্বজনেরা গিয়ে তাকে উদ্ধার করে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সোনাগাজীতে বজ্রপাতে স্কুলছাত্র নিহত
ফেনী প্রতিনিধি: সোনাগাজীতে বজ্রপাতে মোহাম্মদ রাকিব উদ্দিন মান্না (১৩) নামে এক কিশোর নিহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের দৌলতকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। সে ওই গ্রামের আজিজুল হক হাফেজ বাড়ির সৌদি প্রবাসী মাঈন উদ্দিনের ছেলে।
মেঘনায় নিখোঁজ জেলের লাশ উদ্ধার
কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি: কমলনগর উপজেলার মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ জেলে রাকিব হোসেনের (১৮) লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজের তিন দিন পর শুক্রবার দুপুরে রামগতি উপজেলার চর আলেকজান্ডার এলাকার অদূরে মেঘনা নদী থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত রাকিব কমলনগর উপজেলার চরফলকন ইউনিয়নের জাজিরা এলাকার রমজান আলীর ছেলে।
বদরগঞ্জে শিক্ষকের আত্মহনন
বদরগঞ্জ (রংপুর) সংবাদদাতা: ঋণের দায় সইতে না পেরে ক্ষোভ ও হতাশায় আত্মহত্যা করেছে রংপুরের বদরগঞ্জ মডেল বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গোলাম রব্বানী (৪২)। তাঁর মৃত্যুতে সাধারণ শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার গুরুতর অবস্থায় তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে রাত সাড়ে ৭টার দিকে তিনি মারা যায়। শুক্রবার বিকালে ময়না তদন্ত শেষে তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
দোহারে আনোয়ার হত্যা, আরেক আসামি গ্রেপ্তার
দোহার (ঢাকা) প্রতিনিধি: দোহারে আনোয়ার বেপারী হত্যা মামলার অন্যতম আসামি সিয়াম কবিরাজকে বৃহস্পতিবার রাতে আটক করে দোহার থানা পুলিশ। উপজেলার কার্তিকপুর ব্রিজের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সিয়াম কবিরাজ লটাখোলা এলাকার সোহরাব কবিরাজের ছেলে। এই ঘটনায় গতকাল সকাল ১১টায় নিহত আনোয়ারের বাড়ি চর লটাখোলা এলাকা থেকে শত শত মানুষ আনোয়ার হত্যা মামলার আসামিদের শাস্তির দাবি জানিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করে দোহার থানায় জড়ো হয়। এর আগে এই মামলার অপর আসামি মো. শওকতকে উপজেলার আওলিয়াবাদ এলাকা থেকে আটক করা হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status