দেশ বিদেশ

ওসমানীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহক সেবা মাস উদ্বোধন

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:৩৬ পূর্বাহ্ন

সিলেটের ওসমানীনগরে অগ্রণী ব্যাংকের গ্রাহক সেবা, ঋণ আদায় ও রেমিটেন্স আহরণ মাসের উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় ব্যাংকের গোয়ালাবাজার শাখায় সেবা মাসের উদ্বোধন করা হয়। শাখা ব্যবস্থাপক আহমেদ শামসউদ্দিন ইবনে আহাদের সভাপতিত্বে ও ব্যাংক কর্মকর্তা মো. আশিকুর রহমানের সঞ্চালনায় এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন, অগ্রণী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক আজিজুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য দেন, ওসমানীনগর উপজেলা দারিদ্র্য বিমোচন কর্মকর্তা শাহ সুলতান আহমদ, কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. শরিফ উল্যা, ওসমানীনগর উপজেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক জুবেল আহমদ সেকেল। আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, গ্রাহক মাহবুব আলম, দিপু মিয়া ও মুজিবুর রহমান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সাংবাদিক জয়নাল আবেদীন, কবির আহমদ ও রনিক পাল।



অগ্রণী ব্যাংক গোয়ালাবাজার শাখার সেবার মান বৃদ্ধি, ঋণ প্রদায় ও আদায় রেমিটেন্স গ্রাহকদের দ্রুত সেবা বৃদ্ধিসহ সুবিধা-অসুবিধার কথা গ্রাহকদের কাছ থেকে শুনেন অনুষ্ঠানের প্রধান অতিথি আজিজুর রহমান। গ্রাহকদের বক্তব্য শোনার পর সরকারি ব্যাংক হিসাবে নিজেদের সীমাবদ্ধতার মধ্যেও সর্বোচ্চ গ্রাহক সেবা প্রদানের প্রতিশ্রুতি ব্যক্তসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধান অতিথি।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে অনুষ্ঠানে আগত অন্যান্য অতিথিদের নিয়ে ফিতা কেটে সেবা মাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি অগ্রণী ব্যাংকের সিলেট পশ্চিম অঞ্চলের উপ-মহাব্যবস্থাপক মো. আজিজুর রহমান। উল্লেখ্য, অগ্রণী ব্যাংকের ৯৪২টি শাখার মধ্যে গোয়ালাবাজার শাখা ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত হয়। এই শাখার বর্তমান গ্রাহক সংখ্যা ১৪ হাজার ৭০০ জন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status