দেশ বিদেশ

সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ আপিল শুনানি শুরু আজ

স্টাফ রিপোর্টার

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

একাদশ সংসদ নির্বাচনের প্রস্তাবিত সীমানা পুনঃনির্ধারণ সংক্রান্ত আপত্তি আবেদনের শুনানি আজ থেকে শুরু হচ্ছে। ২১ এপ্রিল থেকে ২৫শে এপ্রিলের মধ্যে সব আপিল আবেদন শুনানি শেষে ৩০শে এপ্রিলে চূড়ান্ত গেজেট প্রকাশের পরিকল্পনা রয়েছে ইসির। নির্বাচন ভবনে দিনব্যাপী বিভাগওয়ারি এসব শুনানি হবে। ইসির কর্মকর্তারা জানান, আজ ২১শে এপ্রিল: রংপুর, রাজশাহী, বরিশাল। ২৩শে এপ্রিল: খুলনা, সিলেট ও ময়মনসিংহ বিভাগ। ২৪শে এপ্রিল: চট্টগ্রাম বিভাগ ও ২৫শে এপ্রিল: ঢাকা বিভাগের শুনানি হবে। নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ জানান, এবার ৩০০ সংসদীয় আসনের মধ্যে ৪০টি আসনে পরিবর্তন এনেছে কমিশন। বাকি ২৬০টি আসনে দশম সংসদের সীমানা বহাল রাখা হয়। কিন্তু আপত্তি আবেদন এসেছে ৬০টি আসনের বিষয়ে। ৬০টি আসনের সীমানা পরিবর্তনের সিদ্ধান্তের আপত্তি চেয়ে ৪০৭টি আবেদন পড়ে। বাকি ২২৪টি আবেদন ইসির প্রস্তাবিত সীমানার পক্ষে সমর্থন জানিয়েছে। বর্তমান সীমানা পরিবর্তন চেয়ে আবেদনের মধ্যে রংপুরে ৬২টি, রাজশাহীতে ৪৫টি, খুলনায় ৪৩টি, বরিশালে ৮টি, ঢাকায় ৮২টি, সিলেটে ১৩২টি ও চট্টগ্রামে ৩২টি। তবে ময়মনসিংহে কোনো আপত্তি আবেদন পড়েনি। গত ১৪ই মার্চ ১৬টি জেলার ৩৮টি আসনের সীমানায় পরিবর্তন এনে খসড়া তালিকা প্রকাশ করে ইসি। সংসদীয় আসনের সীমানা নির্ধারণে জনসংখ্যার চেয়ে প্রশাসনিক অখণ্ডতা রক্ষার ওপর বেশি জোর দেয় ইসি। ফলে সংসদীয় আসনগুলোতে জনসংখ্যার ব্যবধান বাড়ছে। 
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status