খেলা

না খেলেও চ্যাম্পিয়ন হতে পারে বার্সা

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৯ পূর্বাহ্ন

এবারের স্প্যানিশ লা লিগার আর কোনো ম্যাচ না খেলেও চ্যাম্পিয়ন হয়ে যেতে পারে বার্সেলোনা। নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাটলেটিকো মাদ্রিদের হারে জেগেছে এমন সম্ভাবনা। শিরোপা দৌড় থেকে ছিটকে গেলো অ্যাটলেটিকো মাদ্রিদ। বৃহস্পতিবার রিয়াল সোসিয়েদাদের কাছে ৩-০ গোলে হার দেখে তারা। অন্যদিকে অ্যাটলেটিকোর এ পরাজয়ে শিরোপার খুব কাছে পৌঁছে গেলো এফসি বার্সেলোনা। চলতি লীগে কাতালানদের হাতে রয়েছে আরো পাঁচ ম্যাচ। এর একটিতে জয় পেলেই আসরের ২৫তম শিরোপা ঘরে তুলবে বার্সা। আগামী ২৯ এপ্রিল দেপোর্তিভো লা করুনার মাঠে নিজেদের পরের ম্যাচ খেলবে কোচ আরনেস্তো ভালভার্দের দল। কিন্তু এ ম্যাচে ড্র করলে তাদের অপেক্ষাটা আরো বাড়বে। তবে অ্যাটলেটিকো তাদের পরের দুই ম্যাচে রিয়াল বেতিস ও আলাভেসের বিপক্ষে ম্যাচের একটিতে জিততে ব্যর্থ হলেই লা করুণার সঙ্গে ড্র নিয়েই শিরোপা নিশ্চিত হয়ে যাবে বার্সার। অন্যদিকে লা করুনার ম্যাচের আগেও বার্সার লীগ জয় নিশ্চিত হয়ে যেতে পারে। যদি রিয়াল মাদ্রিদ তাদের পরবর্তী ম্যাচ লেগানেসের বিপক্ষে হারে এবং অ্যাটলেটিকো পরের দুই ম্যাচ ড্র করে। কারণ ৩৪ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তিন নম্বরেই থাকবে রিয়াল। বাকি চার ম্যাচ জিতলেও আর তাদের কোন লাভ হবেনা। আর অ্যাটলেটিকো পরের দুই ম্যাচে ড্র করলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৭৩। সুতরাং লা করুনার বিপক্ষে মাঠে নামার আগেই ৮৩ পয়েন্ট বার্সার লীগ জয়ের জন্য যথেষ্ট হতে পারে যদি সব সমীকরণ মিলে যায়। আগামী ২২শে এপ্রিল রিয়াল বেতিস ও ২৯শে এপ্রিল আলাভেসের বিপক্ষে মাঠে নামবে অ্যাটলেটিকো মাদ্রিদ। চলতি লা লিগায় ৩৩ ম্যাচে ৭১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে শেষ চার অ্যাওয়ে ম্যাচের তিনটিতেই হার দেখা অ্যাটলেটিকো মাদ্রিদ। সমান ম্যাচ খেলে ১২ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে বার্সেলোনা। ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। আর চার নম্বরে থাকা ভ্যালেন্সিয়ার পয়েন্ট ৬৫। বৃহস্পতিবার প্রতিপক্ষের মাঠে ম্যাচের ২৭তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান হোসের গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ। ৮০তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন হুয়ানমি। আর ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের তৃতীয় গোলটি করেন এ স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড। আগামী বৃহস্পতিবার ইউয়েফা ইউরোপা লীগের সেমিফাইনালের প্রথম লেগে ইংলিশ জায়ান্ট আর্সেনালের মুখোমুখি হবে অ্যাটলেটিকো মাদ্রিদ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status