খেলা

বিশ্বকাপে বড় পর্দায় ভিএআর প্রযুক্তি

স্পোর্টস ডেস্ক

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৫ পূর্বাহ্ন

রাশিয়া বিশ্বকাপে গ্যালারিতে বসে বড় পর্দায় ভিএআর (ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারিস) প্রযুক্তি উপভোগ করতে পারবেন দর্শকরা। মাঠের খেলাকে আরো আকর্ষণীয় করে তুলতে এই সিদ্ধান্ত নিয়েছে ফিফা। রেফারিদের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়ার সহযোগিতায় এ প্রযুক্তি বিশ্বকাপে নতুন মাত্রা যোগ করছে। প্রথমবারের মতো বিশ্বকাপ আসরে ব্যবহৃত হবে ভিএআর। গোল, লাল কার্ড ও পেনাল্টির মতো বিষয়ে বিতর্ক এড়াতে ভিডিও অ্যাসিস্টেন্ট রেফারির সাহায্য নিতে পারবেন ম্যাচ রেফারি।
রেফারির কোনো সিদ্ধান্ত টেলিভিশনের রিপ্লের মতো দেখার সুযোগ না থাকায় মাঠে থাকা দর্শকদের মাঝে একটা বিভ্রান্তি তৈরি হয়। বিশ্বকাপ মঞ্চে সেটি দূর হচ্ছে। স্টেডিয়ামে বড় পর্দায় ভিএআর প্রযুক্তির মাধ্যমে রেফারির কোনো সিদ্ধান্ত রিভিউ করা হয়েছে এবং রেফারির কোনো সিদ্ধান্ত নেয়ার কারণ জানতে পারবেন দর্শকরা। আগামী ১৪ই জুন বিশ্বকাপের ২১তম আসরের পর্দা উঠবে। দর্শকদের কাছে রোমাঞ্চের আরেক নাম এবার ভিএআর প্রযুক্তি। উদ্বোধনী ম্যাচে সৌদি আরবকে আতিথ্য দেবে স্বাগতিক রাশিয়া।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status