দেশ বিদেশ

ডিআরইউর উদ্যোগে দিনব্যাপী স্বাস্থ্যসেবা ক্যাম্প

স্টাফ রিপোর্টার:

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৩ পূর্বাহ্ন

ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) উদ্যোগে ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সহযোগিতায় ডিআরইউ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের নিয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ৯টা থেকে বিকাল পৌনে ৫টা পর্যন্ত ডিআরইউ সাগর-রুনি মিলনায়তনে এ মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এতে ডিআরইউ সদস্য এবং তাদের স্বামী-স্ত্রী ও সন্তানরা ফ্রি চিকিৎসাসেবা গ্রহণ করেন। মেডিকেল ক্যাম্পে ডায়াবেটিস, কিডনি, রক্তচাপ ও প্রসাবের বিভিন্ন পরীক্ষা করা হয়। ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডেপুটি সুপারেনটেন্ড ডা. মোহাম্মদ সিরাজ উদ্দিনের নেতৃত্বে একটি চিকিৎসক দল ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনা করেন। ক্যাম্প চলাকালীন এক অনুষ্ঠানে সংগঠনের সদস্য ও তাদের পরিবারের জন্য ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের সঙ্গে চিকিৎসাসেবা সংক্রান্ত একটি করপোরেট চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তি অনুযায়ী ডিআরইউ সদস্য এবং তাদের স্বামী/স্ত্রী-সন্তানরা সব ধরনের পরীক্ষায় ৪০ শতাংশ ছাড় পাবেন।

এ ছাড়া হাসপাতালের বেডে ১০ শতাংশ, আইসিইউতে ১৫ শতাংশ, জরুরি বিভাগে ২০ শতাংশ, ডেন্টাল অ্যান্ড ফিজিথেরাপিতে ২০ শতাংশ, অ্যাম্বুলেন্স ভাড়ায় ১০ শতাংশ এবং বাংলাদেশি সবধরনের ওষুধ ক্রয়ে (হাসপাতালের ফার্মেসি থেকে) ৫ শতাংশ ছাড় পাবেন। ডিআরইউ’র সভাপতি সাইফুল ইসলামের সভাপতিত্বে চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর (এমডি) অধ্যাপক ডা. এম. ফখরুল ইসলাম। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক সৈয়দ শুকুর আলী শুভ, কল্যাণ সম্পাদক কাওসার আজম, ইনসাফ বারাকাহ কিডনি অ্যান্ড জেনারেল হাসপাতালের ডিএমডি মো. আলতাফ হোসেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status