দেশ বিদেশ

প্রতিপক্ষের ছুরিকাঘাতে কিশোর খুন

স্টাফ রিপোর্টার

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:২৩ পূর্বাহ্ন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে এক কিশোরকে হত্যা করা হয়েছে। ঘটনাটি ঘটেছে রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। নিহতের লাশ উদ্ধার করে গতকাল ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। নিহত কিশোরের নাম আফসার উদ্দিন শিহাব।

শিহাবের স্বজনরা জানান, বৃহস্পতিবার বিকালে শিহাবসহ তার বন্ধুরা কোয়ার্টারের কোল্ড স্টোরেজ গলিতে ক্রিকেট খেলতে গেলে পতিপক্ষ ২০-২৫ জন  কিশোর তাদেরকে ধাওয়া দেয়। এ সময় শিহাবকে সুইচ ধারালো ছুরি দিয়ে জখম করে পালিয়ে যায় এক কিশোর। এতে শিহাবের পেটের বাম পাশে গুরুতর জখম হয়। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় ইসলামিয়া হাসপাতাল নিয়ে যাওয়া হয়। পরে ঢামেক হাসপাতালে নিলে গেলে রাত ২টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। কিশোরদের বিরোধের সূত্রপাত হয় গত বুধবার থেকে। ওই দিন যাত্রাবাড়ী থানার ধলপুর ১০ নম্বর মানিক মিয়া কোয়ার্টারের পুকুরে গোসল করতে যায় শিহাব। এ সময় পুকুরপাড়ের একটি আমগাছ থেকে আম পাড়া নিয়ে তাদের মধ্যে ঝগড়া ও হাতাহাতির ঘটনা ঘটে। নিহতের বাবা সাজু মিয়া জানান, ধলপুর বাদল সরকার গলির ৬০/৮/এ নম্বর বাড়িতে তারা থাকেন। গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনা থানার মইষারচরে। তিনি সিএনজি অটোরিকশা চালক ও স্ত্রী হাসিনা বেগম গৃহিণী। দুই ভাই ও এক বোনের মধ্যে শিহাব দ্বিতীয়। স্থানীয় একটি স্কুলের সপ্তম শ্রেণিতে লেখাপড়া করতো শিহাব। সম্প্রতি সে লেখাপড়া বাদ দিয়ে মাঝেমধ্যে বাবার সিএনজি অটোরিকশা চালাতো। যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, এ ঘটনায় একজনের নাম উল্লেখ করে অজ্ঞাত সাত আট জনকে আসামি করে একটি মামলা হয়েছে।

অভিযুক্তদের মধ্যে হূদয়কে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডের ব্যবহূত ছুরি। হূদয়ের আঘাতেই মারা যায় শিহাব। এ বিষয়ে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে।

ছুরিকাঘাতে মৃত্যু ইমদাদুলের
এদিকে, হাজারীবাগ থানার এসআই হারুন-অর-রশিদ জানান, ১০ই এপ্রিল সকালে হাজারীবাগের নীলম্বর সাহা রোডের ১০ নম্বর গলির মুখে ইমদাদুর রহমানকে (৫৫) ছুরিকাঘাত করে এক দুর্বৃত্ত। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। চকবাজারের ব্যবসায়ী ইমদাদুরের ঘাতককে চিহ্নিত করার চেষ্টা চলছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status