বাংলারজমিন

ধামরাইয়ে কনস্টেবলে চাকরিতে যোগদানের আগেই গ্রেপ্তার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৯:১২ পূর্বাহ্ন

 ঢাকার ধামরাইয়ে মুক্তিযোদ্ধার জাল সনদে পুলিশ কনস্টেবলে চাকরি নেয়ার পর যোগদান করার আগেই পুলিশ তাকে গ্রেপ্তার করে শ্রীঘরে পাঠিয়েছে। এ সময় পুলিশ ওই চাকরিপ্রার্থীকে জাল মুক্তিযোদ্ধার সনদ ও চাকরি দেয়ার নামে আট লাখ টাকা ঘুষ নেয়া প্রতারকদেরও গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হলো- চাকরিপ্রার্থী ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাক। আর প্রতারকরা ধামরাইয়ের শ্রীরামপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে আয়নাল হোসেন, চারিপাড়া হাতকোড়া গ্রামের নুরুল ইসলামের ছেলে উজ্জল হোসেন ও সাটুরিয়ার বরুন্ডি গ্রামের শুকুর আলীর ছেলে আব্দুল আলীমকেও গ্রেপ্তার করে। মামলার বরাত দিয়ে ধামরাই থানার ওসি (তদন্ত) আবু সাঈদ আল মামুন সাংবাদিকদের জানান- দালাল আয়নাল হোসেন, উজ্জল ও আব্দুল আলীম ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের তোতা মিয়ার ছেলে আব্দুর রাজ্জাককে জাল মুক্তিযোদ্ধা সনদের মাধ্যমে পুলিশ কনস্টেবলে চাকরি দেয়ার কথা বলে  গত ১ ও ২০শে মার্চ আট লাখ টাকা ঘুষ নেন। পরে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ হওয়ায় ঢাকা জেলা ডিএসবির এসআই রবিউল ইসলাম সরজমিন তদন্ত করতে এসে মুক্তিযোদ্ধা সনদ জাল বলে সন্দেহ হয়। এরপর ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করে বুধবার রাতে ঢাকা উত্তরের ডিবি পুলিশের ওসি (তদন্ত) আবুল বাশার ধামরাইয়ের বাটুলিয়া গ্রামের বাড়ি থেকে চাকরিপ্রার্থী আব্দুর রাজ্জাককে আটক করেন। এরপর তার স্বীকারোক্তি মোতাবেক দালাল আয়নাল হোসেন, উজ্জল ও আব্দুল আলীমকে ঘুষের পাঁচ লাখ ৪০ হাজার টাকাসহ গ্রেপ্তার করেন। এ সময় জাল মুক্তিযোদ্ধা সনদও জব্দ করা হয়। এ ঘটনায় বৃহস্পতি বার ঢাকা জেলা ডিএসপির এসআই রবিউল ইসলাম বাদী হয়ে ধামরাই থানায় একটি মামলা করেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status