বাংলারজমিন

বানিয়াচংয়ে ধান ক্ষেতে মাছ চাষ

মখলিছ মিয়া, বানিয়াচং (হবিগঞ্জ) থেকে:

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৮:২৮ পূর্বাহ্ন

রাসায়নিক সার ছাড়াই ধানের সঙ্গে মাছ চাষ করে অসম্ভবকে সম্ভব করে দেখিয়েছেন কৃষক এহিয়া রেজা। চলতি মৌসুমে ৪ বিঘা জমিতে ধানের সঙ্গে মাছ চাষ করে সফল হয়েছেন। ই"ছাশক্তির কারণেই তিনি সফলতার মুখ দেখেছেন বলে তিনি জানান। আর এতে কৃষক এহিয়া রেজা প্রশংসা কুড়িয়েছেন। বানিয়াচং সদরের ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের পূর্ব আদম খানী গ্রামের বাসিন্দা এহিয়া রেজা। গতকাল সরেজমিন ৩নং দক্ষিণ পূর্ব ইউনিয়নের পূর্ব আদম খানী গ্রামের বাসিন্দা এহিয়া রেজার ৯নং ব্লকের চাষকৃত জমিগুলো পরিদর্শন করে দেখা যায়, সবুজের সমারোহ সোনালি ফসলে ভরপুর তার চাষকৃত ধানি জমি। সঙ্গে দেখা গেছে দেশীয় প্রজাতির বিভিন্ন ধরনের মাছের সমারোহ। কথা হয় উদ্যমী কৃষক এহিয়া রেজার সঙ্গে, কিভাবে কোনো প্রকার রাসায়নিক সার ব্যবহার ছাড়াই এত সুন্দর ফসল লাগানো সম্ভব হয়েছে। উত্তরে তিনি জানালেন, বেশ অনেক দিন ধরে তিনি মাছ চাষ করে আসছেন, কিভাবে মাছের সঙ্গে ধান চাষও করা যায় এবং কোনো প্রকার রাসায়নিক সারের ব্যবহার ছাড়াই জমিতে চাষাবাদ করা যায়, এজন্য তিনি প্রায়শই ইন্টারনেটের মাধ্যমে এ বিষয়ে খোঁজ খবর নিতে থাকেন এক সময় তিনি সন্ধান পান আন্দালিব হাসান নামে জনৈক একজন ব্যবসায়ীর। তার সঙ্গে তিনি তার এ আগ্রহের কথা জানান, তখন তিনি প্রাকৃতিকভাবে তৈরি সারের সঙ্গে তার আমদানিকৃত দক্ষিণ কৃরিয়ার হিতু ধাজোয়া এবং বিএস গ্রীন অ্যাকসিলেন্ট নামে দু’টি সার স্বল্প পরিসরে ব্যবহারের জন্য তাকে পরামর্শ দিলেন। তার পরামর্শ অনুযায়ী তিনি ৪ বিঘা জমিতে দু’জাতের হিতু ধাজোয়া ১০০ গ্রাম এবং বিএস গ্রীন অ্যাকসিলেন্ট ১০০ গ্রাম সার ব্যবহার করেছেন। যার বাজার মূল্য মাত্র ৭০০ টাকা। বর্তমানে তার চাষকৃত জমিতে দেখা গেছে পাশের অন্যান্য জমির তুলনায় ধানের ফলন বেশি হয়েছে। আশা করা হ"েছ তার জমিতে এ বছর বাম্পার ফলন হবে। অথচ অন্যান্য জমির কৃষক তার চেয়ে বহুগুণে অনেক টাকা খরচ করে রাসায়নিক সার ব্যবহার করেও জমিতে আশানুরূপ ফসল পা"েছন না। বরং, অধিকাংশ জমিগুলোর ধানের পাতা লালচে রং ধারণ করে ধানের চারাগুলো মরে যেতে দেখা যা"েছ। ধানের পাশাপাশি তিনি ৪ বিঘা জমিতে মাছ চাষ করেও সফল হয়েছেন। প্রতিদিনই তার এ প্রদর্শনিটি দেখতে অনেক মানুষ ভিড় জমা"েছ। এদিকে কৃষক এহিয়া রেজার রাসায়নিক সার ব্যতীত বোরো ধানের বাম্পার ফলন দেখে অনেক কৃষক আগামীতে তার ফর্মুলা অনুযায়ী চাষাবাদ করার প্রত্যয় ব্যক্ত করে তার সহযোগিতা চেয়েছেন। তিনিও কৃষকের সোনালি ফসল ফলাতে তার অর্জিত অভিজ্ঞতা বিনিময় করে কৃষকদের সহেযাগিতা করার মনোবাসনা ব্যক্ত করেন। এ ব্যাপারে এ ইউনিয়নের দায়িত্বপ্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা প্রবীর চন্দ্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আমাদের কৃষকগণ প্রায় জমিতেই অধিকহারে রাসায়নিক সার ব্যবহার করছেন যার ফলে প্রায় জমির ধানের পাতাই লালচে রং ধারণ করছে, রাসায়নিক সার অধিকহারে ব্যবহারের ফলে জমিতে আশানুরূফ ফলন হ"েছ না। প্রাকৃতিকভাবে তৈরি সারগুলো সঠিকভাবে জমিতে প্রয়োগ করলে জমির উর্বরা শক্তি ব"দ্ধি পাবে এবং ফসলও ভালো হবে বলে তিনি জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status