বাংলারজমিন

হোমনায় ৩ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ

হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৮:১৫ পূর্বাহ্ন

হোমনা উপজেলায় ৩ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন বিচ্ছিন্ন করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে হোমনা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলামের নেতৃত্বে উপজেলার পঞ্চবটি থেকে মিরাশ বাজার পর্যন্ত রাস্তায় প্রায় ৩ হাজার ফুট অবৈধ গ্যাস লাইন উচ্ছেদ করেছে বাখরাবাদ গ্যাস কর্তৃপক্ষ। হোমনা থানার এসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স নিয়ে উপস্থিত ছিলেন।

 জানা গেছে, হোমনা, তিতাস, দাউদকান্দি ও বাঞ্ছারামপুর উপজেলার বিভিন্ন গ্রামে শত শত অবৈধ লাইন ও গ্যাস সংযোগ দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এক শ্রেণির দালাল ও ঠিকাদার। ২০১৫ সাল থেকে এ অবৈধ সংযোগ গুলো চলতে থাকলেও কর্তৃপক্ষ ছিল রহস্যজনক ভূমিকায়। এসব অবৈধ গ্রাহকরা গ্যাস বিল পরিশোধ করতে হয়নি বছরের পর বছর। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি জেনেও না জানার ভান করে আসছে। এতে কয়েক কোটি কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হয়েছে সরকার। এ নিয়ে জাতীয় পত্রিকাসহ গণমাধ্যমে লেখালেখি হলে কর্তৃপক্ষের টনক নড়ে। এ বিষয়ে বাখরাবাদ গ্যাস কোম্পানির সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. মোবারক হোসেন বলেন, এক শ্রেণির ঠিকাদার ও দালাল অফিসকে পাশ কাটিয়ে এ অবৈধ সংযোগ দিয়েছে। জানতে  পেরে  এ উচ্ছেদ অভিযান চলছে। এ অভিযান অব্যাহত থাকবে।

 উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সাজেদুল ইসলাম জানান, এলাকায় অনেক অবৈধ গ্যাস লাইন  আছে বিষয়টি গ্যাস কর্তৃপক্ষকে অবহিত করলে এ উচ্ছেদ অভিযান শুরু হয়। এ অভিযান চলবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status