বাংলারজমিন

টু ক রো খ ব র

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৮:১৪ পূর্বাহ্ন

পাচার হওয়া ৮ নারী-শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ

চাঁপাই নবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাই নবাবগঞ্জের সোনামসজিদ ইমিগ্রেশন হয়ে বাংলাদেশি ৮ নারী ও শিশুকে ফেরত দিয়েছে ভারতীয় পুলিশ। গতকাল বৃহস্পতিবার দুপুরে সোনামসজিদ জিরো পয়েন্ট এলাকায় ভারতীয় পুলিশের প্রতিনিধি দল ও শিবগঞ্জ থানা পুলিশের প্রতিনিধির কাছে ৮ নারী ও শিশুকে হস্তান্তর করেন। এসময় শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন, উপপরিদর্শক রনি কুমার দাস, ইমিগ্রেশন পুলিশসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। পরে ৮ নারী ও শিশুকে শিবগঞ্জ থানায় নিয়ে আসা হয়। শিবগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) কবীর হোসেন জানিয়েছেন- আইনি প্রক্রিয়া শেষে বাংলাদেশি ৮ নারী ও শিশুকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হবে। এরা হলেন- বগুড়ার ধুনটের শাপলা খাতুন, ঠাকুরগাঁও জেলার হরিপুরের নুরুন নেসা, জয়পুরহাটের পাঁচবিবির রোজিনা খাতুন, নারায়ণগঞ্জের বন্দর উপজেলার সেলিনা বেগম, কুড়িগ্রামের নাগেশ্বরীর জেসমিন খাতুন, ঢাকার গুলশানের খাদিজা খাতুন, খুলনার দৌলপুরের সোহাগী খাতুন ও তার ছোট বোন আগরী খাতুন। তারা সকলে প্রায় ৫ থেকে ৬ বছর আগে পাচারকারীদের কবলে পড়ে সীমান্ত দিয়ে ভারতে পাচার হয় বলে জানিয়েছে পুলিশ।

বানিয়াচংয়ের শিক্ষক মোছাব্বির আর নেই

বানিয়াচং (হবিগঞ্জ) প্রতিনিধি: বানিয়াচংয়ের সর্বজন শ্রদ্ধেয় শিক্ষক আব্দুল মোছাব্বির আর নেই (ইন্না লিল্লাহি...রাজিউন)। তিনি শুক্রবার সকাল ৯টা ১০ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৯ বছর। তিনি স্ত্রী, ৩ কন্যা ১ ছেলেসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুম আব্দুল মোছাব্বির বানিয়াচং সদরের মিয়াখানী মহল্লার মৃত ফারুক  মিয়ার পুত্র। তিনি দীর্ঘদিন যাবৎ বানিয়াচং আদর্শ উচ্চ বিদ্যালয়ে সহকারী  প্রধান শিক্ষক ছিলেন। নির্বাচিত হয়েছিলেন জেলার শ্রেষ্ঠ শিক্ষক হিসেবেও। মৃত্যুর আগ পর্যন্ত ডা. ইলিয়াছ একাডেমি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দায়িত্বে ছিলেন। তার মৃত্যুতে বানিয়াচংসহ পুরো উপজেলায় শোকের ছায়া নেমে এসেছে। মরহুমের জানাজার নামাজ গতকাল বিকালে তার প্রিয় প্রতিষ্ঠান ডা. ইলিয়াছ একাডেমি মাঠে অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

গলাচিপায় কমিউনিটি পুলিশিং সভা

গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি: গলাচিপা উপজেলায় মাদক, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, নারী নির্যাতন ও ইভটিজিং প্রতিরোধে করণীয় সম্পর্কে কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের হাজি কেরামত আলী ডিগ্রি কলেজে এ সভা অনুষ্ঠিত হয়। গলাচিপা থানার আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. মইনুল হাসান। গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চরবিশ্বাস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বাবুল মুন্সী ও সহকারী পুলিশ সুপার মো. হাফিজ। উপস্থিত ছিলেন চরকাজল ও চরবিশ্বাস ইউনিয়নের ইউপি সদস্যবৃন্দ।
সভায় পুলিশ সুপার বলেন, একজন মানুষ হিসেবে আমরা যার যার স্থান থেকে কাজ করলে সমাজে কোনো রকম অপরাধমূলক কাজ থাকার কথা নয়। পুলিশের একার পক্ষে চাইলেই সমাজটাকে পরিবর্তন করা সম্ভব নয়। সমাজকে অপরাধমুক্ত করতে হলে সবার সহযোগিতা দরকার।

নবাবগঞ্জে মানববন্ধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: কেরানীগঞ্জ-নবাবগঞ্জ-দোহার সড়কের তুলশিখালী ও মরিচা সেতু টোল মুক্ত করার দাবিতে মানববন্ধন করেছে সিএনজি অটোরিকশা মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সদস্যরা। পরে তারা বিক্ষোভ মিছিলও করেন। গতকাল বেলা ২টায় নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের টিকরপুর মোড়ে দাঁড়িয়ে শতাধিক মালিক-শ্রমিক মানববন্ধন করেন। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল নিয়ে গালিমপুর পুলিশ তদন্ত কেন্দ্র পর্যন্ত প্রদক্ষিণ করেন। স্থানীয়রা জানান, সেতু টোল মুক্ত করার দাবিতে গতকাল সকাল থেকে অটোরিকশা চলাচল বন্ধ রাখা হয়। এতে অভ্যন্তরীণ সড়কে চলাচলকারী যাত্রীরা দুর্ভোগে পড়েন। মালিক-শ্রমিকরা অভিযোগ করেন, দোহার নবাবগঞ্জের তিন শতাধিক অটোরিকশা এ সড়কে চলাচল করে থাকে। সেতুর ইজারাদার অন্যান্য অটোরিকশা শ্রমিকদের কাছ থেকে টোল আদায় করেন না। কিন্তু দোহার নবাবগঞ্জের শ্রমিকদের কাছ থেকে অবৈধভাবে টোল আদায় করছেন। এ বৈষম্যের প্রতিবাদে এ কর্মসূচি পালন করা হয়।   

পাকুন্দিয়ায় মুক্তিযোদ্ধার খোঁজ নিলেন এমপি

পাকুন্দিয়া (কিশোরগঞ্জ) প্রতিনিধি: পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের কুমারপুর গ্রামের মুক্তিযোদ্ধা ইফনুস আলী রঙ্গু মেম্বার এর পরিবারের খোঁজখবর নিতে তাঁর বাড়ি গেলেন স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন। শুক্রবার বিকালে তিনি মুক্তিযোদ্ধা রঙ্গু মেম্বার এর বাড়িতে যান এবং ঘণ্টাব্যাপী সময় কাটান। পাটুয়াভাঙ্গা ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা মো. শাহাব উদ্দিন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের সাবেক কমান্ডার মজিবুর রহমান, ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. আরজু মিয়া, মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন, মুক্তিযোদ্ধা হবি মিয়া, সাবেক ভিপি মুক্তিযোদ্ধা মোমতাজ উদ্দিন, মুক্তিযোদ্ধা হাসিম মেম্বার ও উপজেলা যুব মহিলা লীগের সভাপতি সাহেরা আক্তার সাথী প্রমুখ এমপির সঙ্গে ছিলেন।


সরকারের উন্নয়ন কর্মকাণ্ড এবং গত চার বছরে এ উপজেলায় কি পরিমাণ উন্নয়ন কর্মকাণ্ড সম্পন্ন হয়েছে এবং চলমান রয়েছে তার ওপর আলোকপাত করার পাশাপাশি আগামি নির্বাচনে আওয়ামী লীগকে ভোট দিয়ে উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য উপস্থিত সকলের প্রতি আহ্বান জানান অ্যাডভোকেট মো. সোহ্‌রাব উদ্দিন এমপি।

   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status