বাংলারজমিন

সুনামগঞ্জ-সিলেট সড়ক ৩ পয়েন্টে ঘণ্টা পার

সুনামগঞ্জ প্রতিনিধি:

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৮:০৫ পূর্বাহ্ন

সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহা-সড়কের ৩টি পয়েন্টে প্রতিদিনই দীর্ঘ যানজট লেগে থাকে। এই ৩টি পয়েন্ট পাড়ি দিতে যানবাহনের সময় লাগে ঘণ্টাখানেক। ভাঙ্গা ও সরু সড়কের পাশাপাশি মানবসৃষ্ট যানজটের কারণেই এ সময় লাগে বলে সিলেট-সুনামগঞ্জ সড়কে নিয়মিত যাতায়াতকারী যাত্রীরা জানান। এ ছাড়াও ৬৪ কিমি দৈর্ঘ্যের এ সড়কটির বিভিন্ন স্থানে ভেঙ্গে গেছে। সড়কের উভয় পাশের অনেক স্থানেই স্লোডারে মাটি নেই।

সরজমিন ঘুরে দেখা গেছে, সিলেট-সুনামগঞ্জ সড়কের গোবিন্দগঞ্জ পয়েন্ট, জাউয়া বাজার ও পাগলা বাজার গুরুত্বপূর্ণ স্থান। এই ৩ পয়েন্টেই লেগে থাকে অসহনীয় যানজট। সড়কের পাশে দোকানপাট আর যত্রতত্র গাড়ি পার্কিংই মূলত যানজটের কারণ। এর পাশাপাশি ওই ৩ পয়েন্টের বেশির ভাগ স্থানে সড়ক ভেঙ্গে বিশাল বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। এ সড়কে নিয়মিত যাতায়াত করেন এমন এক যাত্রী জানান, সুনামগঞ্জ থেকে সিলেটের দূরত্ব মাত্র ৬৪ কিমি। কিন্তু সময় লাগে আড়াই ঘণ্টা। সুনামগঞ্জ জেলা পরিষদ সদস্য সৈয়দ তারিক হাসান বলেন, সড়কের পাশে অবৈধ দোকানপাট নির্মাণ ও অটোরিকশা, সিএনজি, লেগুনা, যাত্রীবাহী বাসের যত্রতত্র পার্কিংয়ের কারণে সময় লাগে বেশি।
তিনি আরো জানান, গোবিন্দগঞ্জ পয়েন্ট, জাউয়া বাজার ও পাগলা বাজার এ ৩টি স্থান সর্বোচ্চ এক কিমি দৈর্ঘ্য হবে। কিন্তু যানজট ও ভাঙ্গাচোরা সড়কের কারণে সময় লাগে ঘণ্টাখানেক।  বাস চালকরা জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের হালুয়ারগাঁও, বাহাদুরপুর, জানিগাঁও, নীলপুর, গোন্দিপুর, আহসানমারা, জয়কলস, শান্তিগঞ্জ, পাগল বাজার ব্রিজের পূর্ব পাড়ে, ধামোধরটুপি, বাউরকাপন, কারাই থেকে জাতুয়া, ভোকারভাঙা ও বদিরগাঁও হাইওয়ে পুলিশ ফাঁড়ি এলাকার সড়কের পাশে সড়ক ও জনপথ বিভাগের ১৮ ফুট কার্পেটিং সড়কের পর মাটি নেই। সড়কে ১ থেকে ২ ফুট নিচু স্থানেও রয়েছে মাটি। ফলে গাড়ি চালানো বা ক্রসিংয়ের সময় একটু অসতর্ক থাকলেই এসব পয়েন্টে গাড়ি উল্টে যায়। দেওয়ান সাজাউর রাজা সুমন নামে আরেক যাত্রী জানান, ভয়ে ভয়ে সব সময় যাতায়াত করি। সড়কের পাশে মাটি না থাকায় বিপরীত দিক থেকে আসা গাড়ি ক্রসিংয়ের সময় দুর্ঘটনার আশঙ্কা থাকে। বাসচালক আবু মিয়া জানান, এ সড়ক দিয়ে একবার সুনামগঞ্জ থেকে সিলেট গাড়ি নিয়ে গেলে সারা শরীর ব্যথা হয়ে যায়। সড়ক ও জনপথ বিভাগ সূত্র জানায়, সুনামগঞ্জ-সিলেট সড়কের ৪৬ কিলোমিটার প্রশস্তকরণের জন্য দুই বার দরপত্র আহ্বান করলেও কর্তৃপক্ষ দুই বারই দরপত্র বাতিল করে দেন। সড়ক ও সেতু মন্ত্রণালয় থেকে পুনরায় দরপত্র আহ্বানের নির্দেশ দেয়া হয়েছে। দরপত্র প্রক্রিয়া শেষ হলে সড়ক প্রশস্তকরণের পাশাপাশি সড়কের পাশে বাজারগুলির উন্নয়ন করা হবে। বাজার সংশ্লিষ্ট সড়কে যানবাহনের জন্য নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা রাখা হবে। ফলে অনেকাংশই কমে যাবে যানজট। সুনামগঞ্জের ট্রাফিক পরিদর্শক মো. শামসুল আলম জানান, সরু সড়ক ও ভাঙ্গাচোরার কারণেই ওই ৩ পয়েন্টে যানজট লেগে থাকে। সড়ক প্রশস্ত করলে ও ভাঙ্গাচোরা মেরামত করা হলে যানজট কমে যাবে। সড়ক ও জনপথ বিভাগের সিলেট বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. শাহনেওয়াজ জানান, সুনামগঞ্জ-সিলেট সড়কের প্রশস্তকরণের কাজের টেন্ডার করা হয়েছিল। এই দরপত্র বাতিল করে আরেকবার দরপত্র আহ্বানের নির্দেশ দিয়েছে মন্ত্রণালয়। তত্ত্বাবধায়ক প্রকৌশলী চন্দন কুমার বসাক জানান, আগামী মাসে ১৮ ফুট সড়ককে ২৪ ফুটে উন্নীতকরণের দরপত্র আহ্বান করা হবে। কার্যাদেশ প্রদান হলেই সব সমস্যার সমাধান হবে।


   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status