বাংলারজমিন

‘ফসলাদির সঠিক ব্যবহার নিশ্চিতকরণে সঠিক কর্মপন্থা নির্ধারণ প্রয়োজন’

সিকৃবি প্রতিনিধি:

২১ এপ্রিল ২০১৮, শনিবার, ৮:০০ পূর্বাহ্ন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. গোলাম শাহি আলম বলেন, কৃষিজাত পণ্যের সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও সঠিক বিপণনের মাধ্যমে দেশে উৎপাদিত ফসলাদির সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, আমাদের দেশে প্রতি মৌসুমে প্রচুর ফলমূল নষ্ট হয়। এ ক্ষেত্রে কৃষি অর্থনীতিবিদদের সঠিক কর্মপন্থা নির্ধারণ করা প্রয়োজন। গতকাল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স হলে অনুষ্ঠিত দুই দিনব্যাপী ‘অ্যাডভান্সড ইকোনোমেট্‌্িরক্স’ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে ড. শাহি আলম এ কথা বলেন। হেকেপ, উপ-প্রকল্প, সিপিএসএফ নং ৩৬২১ এর উদ্যোগে কৃষি অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা অনুষদের এমএস শিক্ষার্থী ও অনুষদীয় সব শিক্ষকের অংশগ্রহণে প্রশিক্ষণ কর্মশালায় সভাপতিত্ব করেন অনুষদের ডিন ও উপ-প্রকল্পের এসপিএম প্রফেসর ড. জসিম উদ্দিন আহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাউরেসের পরিচালক প্রফেসর ড. এএফএম সাইফুল ইসলাম। সভাপতি তার বক্তব্যে বলেন, মাঠপর্যায়ে কৃষির তথ্যসমূহ সংগ্রহ ও গবেষণায় উক্ত প্রশিক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status