খেলা

ইংল্যান্ডে ১০০ বলের ক্রিকেট টুর্নামেন্ট!

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ২:২০ পূর্বাহ্ন

ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) অধীনে টি-টোয়েন্টি ব্লাস্ট নামে একটি টুর্নামেন্ট চলছে সেই ২০০৩ থেকে। মূলত এটি ইংল্যান্ড ও ওয়েলসের ফার্স্ট-ক্লাস কাউন্টিগুলোর টি-টোয়েন্টি টুর্নামেন্ট। ইসিবি কয়েকমাস আগে পরিকল্পনা করেছিল আইপিএলের আদলে ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টোয়েন্টি লীগ শুরু করার। তবে এবার নতুন ফরম্যাটের ক্রিকেটই শুরুর পরিকল্পনা করছে তারা। বৃহস্পতিবার এই টুর্নামেন্টকে হান্ড্রেড-বলস সাইড বা ১০০ বলের টুর্নামেন্ট করার প্রস্তাব দেয়া হয়। টি-টোয়েন্টি ফরম্যাট শুরু হওয়ার পর এখন পর্যন্ত ওভারের ভিত্তিতে বেশ কয়েক রকমের ক্রিকেট দেখে ফেলেছে বিশ্ব। ছিল ছয় ওভারের সিক্স-এ-সাইড ক্রিকেট। গত ডিসেম্বরে দুবাইয়ে হয়ে গেল দশ ওভারের টি-টেন লীগও। এবার চলে এসেছে ১০০ বলের ক্রিকেট ম্যাচের প্রস্তাবও। ইসিবি নিশ্চিত করেছে লন্ডনের দুইটি দল সহ মোট সাত শহরের আট দল খেলবে প্রস্তাবিত এই টুর্নামেন্টে। গতকাল মেরিলবোন ক্রিকেট ক্লাবে (এমসিসি) ইসিবি তাদের সভাপতি এবং ফার্স্ট-ক্লাস কাউন্টিগুলোর প্রধান নির্বাহীদের সামনে এই নতুন ফরম্যাটের প্রস্তাব তুলে ধরে। প্রস্তাবনা অনুযায়ী ১৫টি ৬ বলের ওভার থাকবে ম্যাচগুলোয়। আর শেষ ওভারটি হবে ১০ বলের। এভাবেই খেলা হবে ১০০ বলের প্রতিটি ম্যাচ। ইসিবি একই সাথে দুইটি ৮ দলের টুর্নামেন্ট চালাবে- একটি পুরুষদের, অপরটি নারীদের। ইসিবির প্রধান নির্বাহী টম হ্যারিসন বলেন, এটা নতুন ও উদ্দীপক চিন্তা। এটা তরুণ দর্শকদের কাছে একটা আবেদন তৈরি করবে। আর খেলাটির নতুন ভক্তও বাড়াবে। এই নতুন ফরম্যাটকে দর্শকরা কিভাবে নেবেন তা এখনই বলা সম্ভব নয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status