অনলাইন

তারেককে ফিরিয়ে আনার আলোচনা ধোঁকাবাজি: খসরু

স্টাফ রিপোর্টার

১৯ এপ্রিল ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৫ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরাতে যুক্তরাজ্য সরকারের সঙ্গে আলোচনা চলছে বলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যকে ধোঁকাবাজি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, তারেক রহমানকে লন্ডন থেকে ফিরিয়ে আনার ব্যাপারে বাংলাদেশ সরকারের আলোচনা চলছে বলে গণমাধ্যমে বক্তব্য আসছে। এ সমস্ত ভুয়া কথা বলে কোনো লাভ আছে নেই। যে দেশের সঙ্গে আলোচনার কথা বলছে সরকার, সেটি একটি সভ্য দেশ। সেটা একটি গণতান্ত্রিক দেশ। আজ জাতীয় প্রেস ক্লাবে সম্মিলিত ছাত্র ফোরাম আয়োজিত এক প্রতিবাদ সভায় তিনি এসব কথা বলেন। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাজিব আহসান ও ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সভাপতি জহির উদ্দিন তুহিনের মুক্তির দাবিতে এ সভার আয়োজন করা হয়। খসরু বলেন, ওই দেশের নাগরিকরা, বিরোধী দল, সরকার জানে বাংলাদেশে বর্তমানে কী চলছে। তারা নির্যাতিত, নিপীড়িতদের স্থান দেয়। নির্যাতিত নেতাদের জন্য তাদের মনে স্থান থাকে। সেই স্থানটি পেয়েছেন তারেক রহমান। কোনো স্বৈরশাসকের কথায় সেটা পরিবর্তন হবে না। যেদিন বাংলাদেশে গণতন্ত্র, আইনের শাসন, জনগণের শাসন ফিরে আসবে সেদিন তারেক রহমান বীরদর্পে বাংলাদেশে ফিরে আসবেন। সুতরাং তাকে ফিরিয়ে আনার আলোচনা চলছে, এরকম ধোঁকাবাজি কথা চলবে না। কোটা সংস্কার আন্দোলনের মাধ্যমে যুব সমাজের ক্ষোভের প্রতিফলন ঘটেছে দাবি করে আমির খসরু বলেন, যেভাবে সরকার বাংলাদেশের মানুষের অধিকার কেড়ে নিয়েছে, তেমনিভাবে তারা ছাত্রসমাজের অধিকারও কেড়ে নিয়েছে। তার বহিঃপ্রকাশ তাদের আন্দোলন। আগামী দিনে বাংলাদেশের মানুষ তাদের রাজনৈতিক, নাগরিক অধিকার ফিরিয়ে নেবে। যেভাবে ছাত্রসমাজ কোটা সংস্কার আন্দোলনে অপশক্তিকে পরাজিত করেছে। ছাত্রলীগের সন্ত্রাসী, রাষ্ট্রীয় সন্ত্রাসীদের পরাজিত করেছে, এভাবে দেশের মানুষ তাদের অধিকার ফিরিয়ে নেবে। আয়োজক সংগঠনের আহ্বায়ক নাহিদুল ইসলাম নাহিদের সভাপতিত্বে সভায় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ বক্তব্য দেন।

[কাফি]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status