বাংলারজমিন

মনিরামপুরে ভাইয়ের হাতে ভাই নিহত

মনিরামপুর (যশোর) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

 জমি নিয়ে বিরোধের জেরে যশোরের মনিরামপুরে বড় ভাইয়ের লোহার শাবলের  আঘাতে জগবন্ধু দাস (৫৬) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল সকাল ৮টার দিকে উপজেলার ঝাঁপা গ্রামের পাটুনিপাড়ায় এ ঘটনা ঘটে। স্বজনরা আহতাবস্থায় তাকে উদ্ধার করে মনিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জগবন্ধু ওই এলাকার অন্ন চরণ দাসের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন।
এদিকে ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ তিন জনকে আটক করেছেন। আটককৃতরা হলেন, নিহতের বড় ভাই শ্যামপদ দাস (৬০), তার স্ত্রী মায়া রানী (৫০) ও মেয়ে পার্বতী রানী (১৭)।
নিহত জগবন্ধুর স্ত্রী জোসনা দাস বলেন, ‘বাড়িতে একটি মন্দির তৈরির কাজ চলছিল। শ্যামপদ পথ না রেখেই মন্দির নির্মাণ করাচ্ছিল। সকালে আমার স্বামী কাজ করতে নিষেধ করলে কথা কাটাকাটির একপর্যায়ে শ্যামপদ শাবল ও ইট দিয়ে তার মাথায় আঘাত করে। বাবাকে মারতে দেখে মেয়ে শম্পা এগিয়ে আসলে তাকে পেটায় শ্যামপদের স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী। স্বামী ও মেয়েকে বাঁচাতে আসলে আমাকেও পিটিয়ে আহত করে ওরা।’
মনিরামপুর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাক্তার রাজিব কুমার পাল বলেন, ‘হাসপাতালে আনার আগেই জগবন্ধুর মৃত্যু হয়েছে।’ ওই বিভাগের উপসহকারী মেডিকেল অফিসার ইফতেখার রসুল বলেন, ‘বেলা সোয়া নয়টার দিকে শ্যামপদ, তার স্ত্রী মায়া ও মেয়ে পাবর্তী জরুরি বিভাগে এসে ফ্লোরে পড়ে গড়াগড়ি করতে থাকে। তাদের ভর্তি করার পরপরই জগবন্ধুকে নিয়ে তার স্ত্রী জোসনা ও মেয়ে শম্পা হাসপাতালে আসেন।’ এদিকে এ ঘটনায় একজন নিহতের খবর পেয়ে মনিরামপুর থানা পুলিশ হাসপাতালে আসে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় পুলিশ শ্যামপদকে আটক করে। পরে হাসপাতালের মহিলা ওয়ার্ড থেকে গ্রেফতার করা হয় শ্যামপদর স্ত্রী মায়া ও মেয়ে পার্বতীকে।
মনিরামপুর থানার ওসি মোকাররম হোসেন বলেন, ‘শ্যামপদকে আটক করা হয়েছে। তার স্ত্রী মায়া ও মেয়ে পার্বতী পুলিশ পাহারায় হাসপাতালের বেডে রয়েছে।’ তিনি বলেন, ‘লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এই ঘটনায় থানায় মামলার প্রক্রিয়া চলছে।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status