বাংলারজমিন

জনসমক্ষে সিগারেট বিক্রিতে নিষেধাজ্ঞা আনা হবে: রাসিক মেয়র

স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২২ পূর্বাহ্ন

রাজাশাহীকে ধূমপানমুক্ত শহর গড়তে সিটি করপোরেশনের পক্ষ  থেকে পদক্ষেপ নেয়া হবে বলে জানিয়েছেন মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল। তিনি বলেছেন, ‘আগামী জুনে রাজশাহী সিটি করপোরেশন থেকে যেসব ট্রেড লাইসেন্স দেয়া হবে তাতে জনসমক্ষে সিগারেট বিক্রি করা যাবে না- এমন একটি শর্ত থাকবে। শুধু তাই নয়; জনসমক্ষে সিগারেটের প্যাকেট উন্মক্ত করার ওপরও বিধি-নিষেধ থাকবে।’
গতকাল সকালে নগরের একটি রেস্টুরেন্টে ‘রাজশাহীতে তামাক নিয়ন্ত্রণ আইনের প্রায়োগিক অবস্থা’ শীর্ষক এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।  মেয়র বলেন, তামার উৎপাদনকারীদের প্রতি সরকারের নজরদারি থাকতে হবে। তামাকদ্রব্য নিয়ন্ত্রণ করতে হলে তামাক ব্যবসায়ীদের ঋণ বন্ধ করে দিতে হবে। ‘আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে- যেন স্কুল-কলেজের শিক্ষার্থীরা  কোনোভাবেই ধূমপানের সঙ্গে জড়িত হতে না পারে। সেক্ষেত্রে দোকানদার, শিক্ষক এবং অভিভাবকদের সচেতন করতে হবে।’
অ্যাসোসিয়েশন ফর কমিউনিটি ডেভেলপমেন্টের (এসিডি) আয়োজনে রাজশাহী সিটি করপোরেশনের ৯ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ নুরুন্নাহার বেগমের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- রাজশাহীর স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক ও সাংবাদিক কল্যাণ তহবিলের চেয়ারম্যান লিয়াকত আলী এবং দৈনিক সানশাইনের সম্পাদক তসিকুল ইসলাম বকুল প্রমুখ। সভায় তামাক নিয়ন্ত্রণের ওপর প্রজেক্ট উপস্থাপন করেন, এসিডির প্রকল্প সমন্বয়ক এহসানুল আমিন ইমন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status