দেশ বিদেশ

গণতন্ত্র রক্ষায় ঐক্যের ডাক দিলেন বি. চৌধুরী

স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

গণতন্ত্র রক্ষায় ভুল বোঝাবুঝির অবসান করে বৃহত্তর ঐক্য গড়ে তুলতে রাজনৈতিক দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও যুক্তফ্রন্টের চেয়ারম্যান সাবেক প্রেসিডেন্ট প্রফেসর ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরী। গতকাল বিকালে দলের কুড়িল বিশ্বরোডের কেন্দ্রীয় কার্যালয়ে বিকল্পধারার নেতা-কর্মীদের জন্য আয়োজিত প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। বি. চৌধুরী বলেন, বাংলাদেশে গণতন্ত্র সংকুচিত হতে হতে যখন নিশ্চিহ্ন হওয়ার পথে তখন সকল ভুল বোঝাবুঝির অবসান করে গণতন্ত্রপ্রিয় মানুষ এবং যে সমস্ত রাজনৈতিক দল স্বাধীনতা সার্বভৌমত্ব এবং উদার গণতন্ত্রের স্বপক্ষে রয়েছেন তাদের সবার ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে। এই লক্ষ্যে রাজনৈতিক দলগুলোকে একইসঙ্গে কাজ করতে হবে। যাতে ভবিষ্যতে রাজনীতি আবারো গণতন্ত্রবিরোধী রূপ না নেয়। দেশের স্বার্থেই তা নিশ্চিত করতে হবে। সাবেক এ প্রেসিডেন্ট বলেন, আগামী দিনগুলোতে রাজনীতিবিদদের দায়িত্ব হবে তাদের নেতাকর্মী ও ভবিষ্যৎ নেতাদের প্রশিক্ষিত করে তোলা। এর আগে বিকাল ৪টায় এই প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা বিকল্পধারার শতাধিক নেতাকর্মী রাজনৈতিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ করেন। সাংগঠনিক বিষয়ে বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ওমর ফারুক। বিকল্পধারার পতাকার বিশ্লেষণ করেন ওয়াসিমুল ইসলাম, দলীয় উদ্দেশ্য ও কর্মসূচি ব্যাখ্যা করেন ওবায়েদুর রহমান মৃধা, বিকল্পধারার দলীয় সংগীত এবং দলীয় প্রতীক কুলা’র তাৎপর্য সম্পর্কে বলেন আসাদুজ্জামান বাচ্চু, অন্য দলের চাইতে বিকল্পধারার বিভিন্নতা ও বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করেন মাহফুজুর রহমান। সাধারণ আলোচনায় অংশ নেন মঞ্জুর রাশেদ, আজিজ আকন্দ, শাহ আহম্মেদ বাদল, হাফিজুর রহমান ঝান্টু, আইনুল হক, বিএম নিজাম, জানে আলম হাওলাদার, শাহ আলম, আমিনুল ইসলাম বুলু প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status