খেলা

বড় ম্যাচের আগে হোঁচট রিয়ালের

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

গুরুত্বপূর্ণ ম্যাচের আগে হোঁচট খেলো রিয়াল মাদ্রিদ।  আগামী বুধবার জার্মানির আলিয়াঞ্জ অ্যারিনা স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনাল প্রথম লেগে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হবে তারা।  বুধবার স্প্যানিশ লা লিগায় নিজ মাঠে ক্রিস্টিয়ানো রোনালদোর শেষ মুহূর্তের গোলে অ্যাথলেটিক বিলবাওয়ের সঙ্গে ১-১ গোলে ড্র করে রিয়াল মাদ্রিদ। চলতি লীগে প্রথম দেখায় বিলবাওয়ের সঙ্গে গোলশূন্য ড্র করেছিল মাদ্রিদিস্তারা। চলতি আসরে ৩৩ ম্যাচে ৬৮ পয়েন্ট নিয়ে তালিকার তিন নম্বরে বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ। দিনের অন্য ম্যাচে গেতাফের কাছে ২-১ গোলে হেরে যাওয়া ভ্যালেন্সিয়া ৬৫ পয়েন্ট নিয়ে রয়েছে চতুর্থ স্থানে। ৮৩ পয়েন্ট নিয়ে শীর্ষে বার্সেলোনা। এক ম্যাচ কম খেলে দুই নম্বরে রয়েছে অ্যাটলেটিকো মাদ্রিদ। বিলবাওয়ের বিপক্ষে ম্যাচে ড্র’র পরেও সন্তুষ্ট কোচ জিনেদিন জিদানে। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বলেন, চলতি লা লিগায় আমাদের সময়টা ভালো যায়নি। বিশেষ করে ঘরের মাঠে। যেমনটা আজকেও (বুধবার) হয়েছে। তারপরেও আমরা ভালো খেলেছি। তবে এখন আমাদের ভাবনা শুধু চ্যাম্পিয়ন্স লীগের সেমিফাইনালে বায়ার্নের ম্যাচ নিয়ে। শিরোপা ধরে রাখার জন্য আমাদের সেরাটা দিয়ে খেলতে হবে। যদিও বায়ার্ন বিশ্বসেরা ক্লাব। তবে মিউনিখে পার্থক্য গড়ে দেয়ার জন্য আমাদের ক্রিস্টিয়ানো রোনালদোর মতো খেলোয়াড় রয়েছে। বুধবার সান্টিয়াগো বার্নাব্যুতে ম্যাচের অষ্টম মিনিটে রোনালদোর হেড প্রতিপক্ষের গোলপোস্টে লাগলে নিশ্চিত গোল বঞ্চিত হয় রিয়াল মাদ্রিদ। এর পাঁচ মিনিট পর রিয়াল সমর্থকদের স্তব্ধ করে বিলবাওকে এগিয়ে দেন স্প্যানিয়ার্ড ফরোয়ার্ড ইনাকি উইলিয়ামস। ম্যাচের ৮৭তম মিনিটে লুকা মদ্রিচের পাসে বল জালে জড়ান ক্রিস্টিয়ানো রোনালদো। চলতি লা লিগায় ২৪ গোল নিয়ে সেরা গোলদাতার তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন এ পর্তুগিজ সুপারস্টার। ২৯ গোল করে শীর্ষে বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসি। ২৩ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন বার্সার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজ। আর চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত সর্বোচ্চ ৪২ গোল পেয়েছেন রোনালদো। দ্বিতীয় সর্বোচ্চ ৪০ গোল রয়েছে লিভারপুলের মিশরীয় স্ট্রাইকার মোহাম্মদ সালাহর। আর ৩৯ গোল নিয়ে তৃতীয় স্থানে রয়েছেন লিওনেল মেসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status