দেশ বিদেশ

একদিনে ৮২ প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:১৯ পূর্বাহ্ন

পণ্যে ভেজাল, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি আদায়সহ নানাভাবে ভোক্তা অধিকার লঙ্ঘনের দায়ে একদিনে ৮২ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। গত বুধবার দেশের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে প্রতিষ্ঠানগুলোকে এই দণ্ড দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। ওই দিন ২৯টি বাজার অভিযান পরিচালিত হয়। তাতে দণ্ডপ্রাপ্ত হয়েছে ৭৩টি প্রতিষ্ঠান। ওই প্রতিষ্ঠানগুলোর কাছ থেকে আদায় করা হয় ৯ লাখ ৩৫ হাজার ৭০০টাকা জরিমানা। একই দিন প্রতারিত ভোক্তাদের ৯টি লিখিত অভিযোগ নিষ্পত্তি হয়েছে। তাতে সব প্রতিষ্ঠানের বিরুদ্ধেই অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই প্রতিষ্ঠানগুলোতে গুনতে হয় আরো ৭২ হাজার টাকা জরিমানা। একদিনে ৮২টি প্রতিষ্ঠানের কাছ থেকে আদায় করা হয়েছে ১০ লাখ ৭ হাজার ৭০০ টাকা জরিমানা।

আগের দিন মঙ্গলবার ২টি বাজার অভিযান পরিচালিত হয়েছে। তাতে দণ্ড দেয়া হয়েছে আরো ৬টি প্রতিষ্ঠানকে। তাদের কাছ থেকে আদায় করা হয়েছে ১ লাখ ৫৮ হাজার ৫০০ টাকা। গতকাল জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ফাহমিন আক্তার এসব তথ্য জানান।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status