খেলা

হায়দরাবাদের প্রথম পছন্দ সাকিব

স্পোর্টস ডেস্ক

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:১৮ পূর্বাহ্ন

আগের মৌসুমে রশিদ খান ছাড়া ভালো কোনো স্পিনার ছিল না সানরাইজার্স হায়দরাবাদের। দলের প্রয়োজনে বিকল্প কেউই ভালো করতে পারেনি। তাই এবারের নিলামে একজন বাঁ-হাতি স্পিনারকে দলে ভিড়াতে মরিয়া ছিল দলটি। আর সেই তালিকায় তাদের প্রথম পছন্দ ছিল সাকিব আল হাসান। ইকোনমিক টাইমসের সঙ্গে আলাপকালে এমনটাই জানান সানরাইজার্স হায়দরাবাদের বোলিং কোচ মুত্তিয়া মুরালিধরন। লঙ্কান স্পিন লিজেন্ড মুরালিধরন বলেন, ‘গত বছর রশিদ খান ছাড়া আমাদের দলে তেমন ভালো স্পিনার ছিল না। তবে এই বছর আমরা সাকিবকে নিয়েছি। সে আমাদের প্রথম পছন্দ ছিল। যখন আপনার দলে দুইজন ভালো মানের স্পিনার থাকবে তখন একজন ভালো উইকেটরক্ষকও দরকার হয়। কারণ উইকেটরক্ষক দক্ষ না হলে স্পিনারদের তৈরি করার সুযোগ নষ্ট হয়।’ সাকিবকে দলে নিয়ে হায়দরাবাদ ভুল করেনি তা এরই মধ্যে প্রমাণ করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। দলের তিন জয়ের ম্যাচে বল ও ব্যাট হাতে অবদান রাখেন বাংলাদেশি এই তারকা। তিন ম্যাচ বল হাতে পাঁচ উইকেটের পাশাপাশি দুই ম্যাচে ব্যাট হাতে করেছেন ৩৯ রান। শেষ ম্যাচে কলকাতার বিপক্ষে ২১ রান দিয়ে ২ উইকেট নেয়ার পাশাপাশি ব্যাট হাতে ২১ বলে করেন ২৭ রান। ম্যাচে দুটি ক্যাচও লুফে নেন সাকিব। এর একটি ক্যাচ নেন তিনি নিজের ফিরতি বলে বাঁ-দিকে ঝাঁপিয়ে এক হাতে।  নিজের সাবেক দল কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ওই ম্যাচ শেষে বিরল এক রেকর্ডে নাম ওঠে সাকিব আল হাসানের। আইপিএল ইতিহাসে একই ম্যাচে কোনো খেলোয়াড়ের ২৫-ঊর্ধ্ব রান, দুই উইকেট ও দুই ক্যাচের মাত্র সপ্তম নজির এটি। এর আগে একই ম্যাচে ব্যাটে-বলে-ফিল্ডিংয়ে এমন চৌকস নৈপুণ্য দেখান সৌরভ গাঙ্গুলী, সুরেশ রায়না, রবীন্দ্র জাদেজা, আন্দ্রে রাসেল, জেপি ডুমিনি ও বেন স্টোকস।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status