দেশ বিদেশ

ঘুষসহ গ্রেপ্তার: প্রধান নৌ প্রকৌশলী রিমান্ডে

স্টাফ রিপোর্টার

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:১২ পূর্বাহ্ন

 ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেপ্তার নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হকের একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল ঢাকা মহানগর হাকিম মুহম্মদ ফাহ্‌দ বিন আমিন চৌধুরীর আদালত শুনানি শেষে রিমান্ডের এ আদেশ দেন। এর আগে বুধবার মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশনের (দুদক) সহকারী পরিচালক আবদুল ওয়াদুদ ৭ দিনের রিমান্ড আবেদন করেন। আদালত রিমান্ড শুনানির জন্য বৃহস্পতিবার দিন ধার্য করেন। রিমান্ড আবেদনে বলা হয়, মেসার্স সৈয়দ শিপিং লাইন্সের এমভি প্রিন্স অব সোহাগ নামে যাত্রীবাহী নৌযানের রিসিভ নকশা অনুমোদন এবং নতুন নৌযানের নামকরণের অনাপত্তিপত্র প্রদানের জন্য নগদ ৫ লাখ টাকা ঘুষ গ্রহণকালে নাজমুল হককে হাতেনাতে গ্রেপ্তার করে দুদক। নাজমুল হকের পক্ষে গোলাম মোস্তফা খান, মোসলেহ উদ্দিন জসিম রিমান্ড বাতিলের আবেদন করে শুনানি করেন। শুনানিতে তারা বলেন, নাজমুল হককে ফাঁদে ফেলে একটা হোটেল থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি একজন প্রকৌশলী, তার অফিসেই তো জায়গা আছে। ঘুষ নেয়ার জন্য তিনি হোটেলে যাবেন কেন? আইনজীবীদের ভাষ্য, প্রধান প্রকৌশলীর পদ নিয়ে অন্তর্কোন্দলের ফলে মামলার সৃষ্টি করে তাকে গ্রেপ্তার করা হয়েছে। উভয় পক্ষের শুনানি শেষে আদালত একদিনের রিমান্ডের আদেশ দেন। এর আগে ১২ই এপ্রিল বিকালে রাজধানীর সেগুনবাগিচায় সেগুন রেস্তরাঁ থেকে ঘুষের টাকাসহ দুদকের উপ-পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি দল নৌ প্রকৌশলী নাজমুল হককে গ্রেপ্তার করে। এর আগে গত বছরের জুলাই মাসে একই দপ্তরের প্রধান প্রকৌশলী কে এম ফখরুল ইসলামকে ঘুষের টাকাসহ গ্রেপ্তার করেছিল দুদক।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status