বাংলারজমিন

সুনামগঞ্জ ছাত্রলীগের সম্মেলন আজ

সুনামগঞ্জ প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৪ পূর্বাহ্ন

সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলন আজ। কিন্তু এ সম্মেলনের বিষয় জানেন না আওয়ামী লীগ ও ছাত্রলীগের অনেকেই। দেশের বৃহৎ এ সংগঠনটির জেলা সম্মেলন হচ্ছে প্রচারণাবিহীন। ফেইসবুকে কয়েকটি পোস্ট দিয়েই প্রচারণার কাজ শেষ করছেন দায়িত্বশীল ছাত্রলীগ নেতারা। ছাত্রলীগের বেশ কয়েকজন নেতা জানান, তড়িঘড়ি করে ঢাকা থেকে সুনামগঞ্জ জেলা ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করায় সম্মেলন নিয়ে এ বেহালদশা। জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, বিগত দিনগুলোতে ছাত্রলীগের সম্মেলন বা বিভিন্ন কর্মসূচিতে জেলা আওয়ামী লীগের মতামত ও পরামর্শ নিতেন ছাত্রলীগ নেতারা। এমনকি কেন্দ্রীয় ছাত্রলীগ স্থানীয় ছাত্রলীগ নেতাদেরকে জেলা আওয়ামী লীগ নেতাদের পরামর্শ নেয়ার নির্দেশনা দিতেন। কিন্তু ব্যতিক্রম হচ্ছে এ বছর। অনেক নেতাকে জানানো হয়নি সম্মেলন বিষয়ে। তবে সম্মেলন সংক্রান্ত বিষয়ে না জানলেও পোস্টারে তাদের নাম ব্যবহার হতে দেখা গেছে।
জানা গেছে, গত ১৬ই এপ্রিল হঠাৎ করে কেন্দ্রীয় ছাত্রলীগ সম্মেলনের তারিখ ঘোষণা করে। জেলা সম্মেলনের তারিখ নির্ধারণ করা হয় আজ। এ বিষয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক, অধিকাংশ যুগ্ম আহ্বায়কসহ বেশির ভাগই এখন পর্যন্ত কিছু জানেন না বলে জানিয়েছেন। সদস্যরাও এ বিষয়ে অবগত নন। তবে দু’একজন যুগ্ম আহ্বায়ক ও সদস্য বিষয়টি জানেন। তারাই মূলত কেন্দ্রীয় নির্দেশে ও জেলা আওয়ামী লীগের একটি বলয়ের সহযোগিতায় এমন সম্মেলনের প্রস্তুতি সম্পন্ন করেছেন।
দেখা গেছে, ছাত্রলীগের এ সম্মেলন নিয়ে জেলা ছাত্রলীগের আহ্বায়ক কমিটির নেতারাও বিভক্ত। এক পক্ষ সম্মেলনের পক্ষে অবস্থান নিয়ে কিছু প্রচারণা চালাচ্ছেন। আরেক পক্ষের প্রচারণা নেই।  
জেলা ছাত্রলীগের আহ্বায়ক আরিফ উল আলম বলেন, ছাত্রলীগ বড় সংগঠন। সম্মেলনের জন্য প্রস্তুতির জন্য সময়ের দরকার। আমি সম্মেলনের ব্যাপারে কিছুই জানি না। কেন্দ্র থেকে আমাকে কিছু বলা হয়নি। সংগঠনের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক নাজমুল হক কিরণ অবশ্য বলেছেন, সম্মেলন সফর করার জন্য সংগঠনের নেতা-কর্মীরা কাজ করছেন। আমরা সফল সম্মেলন করে কেন্দ্রীয় নির্দেশনা পালন করতে চাই।
এদিকে, ছাত্রলীগের সম্মেলন নিয়ে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এডভোকেট খায়রুল কবির রোমেন বলেন, ছাত্রলীগের সম্মেলন হবে উৎসব মুখর। লুকিয়ে বা তড়িঘড়ি করে কেন হবে। জেলা সভাপতিসহ আমাদের দায়িত্বশীল অনেকেই এ বিষয়ে কিছু জানেন না। অতীতে তো কখনো এমন হয়নি।
জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ মো. মতিউর রহমান সাংবাদিকদের জানান, জেলা ছাত্রলীগের সম্মেলন সমপর্কে আমি কিছুই জানি না। শুনেছি পোস্টারে আমার নাম দেয়া হয়েছে কিন্তু আমাকে তো এ বিষয়ে কেন্দ্রীয় ছাত্রলীগ বা জেলা ছাত্রলীগের কেউ কিছুই জানায়নি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status