বাংলারজমিন

শৈলকুপা আওয়ামী লীগে উত্তেজনা

ঝিনাইদহ প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

শৈলকুপা আওয়ামী লীগে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে। বেশ কয়েকদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব ও মহড়ার পর একটি বেসরকারি টিভিতে পৌর মেয়র কর্তৃক স্থানীয় এমপি’র বিরুদ্ধে বক্তব্য দেয়ার কারণে আগুনে ঘি ঢেলে দেয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে। ফলে ঝিনাইদহের শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কাজী আশরাফুল আজমের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চিঠি দেয়া হয়েছে। দেশের একটি বেসরকারি টিভি চ্যানেলে ঝিনাইদহ-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বক্তব্য প্রদান করায় বৃহস্পতিবার কারণ দর্শানোর এই চিঠি দেয়া হয়। শৈলকুপা থানা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা ও সাধারণ সম্পাদক মোস্তফা আরিফ রেজা মন্নু স্বাক্ষরিত এই চিঠিতে উল্লেখ করা হয়েছে আগামী ৭ দিনের মধ্যে সন্তোষজনক জবাবদানে ব্যর্থ হলে আশরাফুল আজমকে দল থেকে বহিষ্কার করা হবে। কারণ দর্শানো চিঠিতে বলা হয়েছে গত ১ এপ্রিল ডিবিসি নামে একটি টিভি চ্যানেলে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি কাজী আশরাফুল আজম শৃঙ্খলা বিরোধী অসত্য বক্তব্য দেন। এতে সারা দেশে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে বিরূপ প্রভাব পড়েছে। তাই কেন আপনার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে না তা চিঠি পাওয়ার ৭ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে। সন্তোষজনক জবাব দিতে ব্যর্থ হলে চিঠিতে বহিষ্কারের বিষয়টি উল্লেখ করা হয়। চিঠি পাওয়ার কথা স্বীকার করে শৈলকুপা পৌর আওয়ামী লীগের সভাপতি ও স্থানীয় পৌরসভার চেয়ারম্যান কাজী আশরাফুল আজম বৃহস্পতিবার বিকালে বলেন, আমি বেসরকারি টিভিতে যে বক্তব্য দিয়েছি তা সত্য। এক বিন্দু মিথ্যা বলিনি। স্থানীয় এমপি আবদুুল হাই ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিভক্তিমূলক ভোট করেছেন। আর এটা প্রমাণ হলে তার এমপি পদ থাকবে না। এজন্য আমার বিরুদ্ধে কারণ দর্শানোর চিঠি ইস্যু করেছেন। তিনি বলেন, দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার বক্তব্য তদন্ত করে দেখুন আমি মিথ্যা বলেছি কিনা। তিনি বলেন, আমি ঢাকায় যাচ্ছি নেতাদের কাছে। সেখান থেকে এসে আমি চিঠির জবাব দেবো। শৈলকুপা থানা আওয়ামী লীগের সভাপতি শিকদার মোশাররফ হোসেন সোনা জানান, চিঠির জবাব আসার পর আমাদের মতামত কেন্দ্রকে জানাবো।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status