বাংলারজমিন

খুলনায় সাঁতার শিখতে গিয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

স্টাফ রিপোর্টার, খুলনা থেকে

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০৩ পূর্বাহ্ন

 খুলনা মহানগরীর বয়রা পুলিশ লাইনস্থ পুকুরে বাবার সঙ্গে সাঁতার শিখতে গিয়ে পানিতে ডুবে মারা গেছে এসএসসি ফলপ্রার্থী সাজিদ আরেফিন সিদ্দিকী (১৫)। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে এ ঘটনাটি ঘটেছে। তার পিতা সেলিম রেজা সিদ্দিকী সাতক্ষীরার তালা সরকারি কলেজের ইংরেজি বিভাগের শিক্ষক। সে খুলনা পাবলিক কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সকাল ১০টার দিকে শিক্ষক বাবা সেলিম রেজা সিদ্দিকী বড় ছেলে সাজিদকে সাঁতার শিখানোর জন্য পুলিশ লাইন স্কুল সংলগ্ন জোড়া পুকুরে নিয়ে আসে। ঘাটের সিঁড়িতে বসেছিল বাবা। আর ছেলে সিঁড়ির উপর হাত রেখে সাঁতার শিখছিল। একপর্যায়ে ছেলেটি পানিতে তলিয়ে যায়। কিছুক্ষণ পর ছেলে না দেখতে পেয়ে চিৎকার শুরু করে। পুলিশ লাইনের কন্ট্রোল রুমের মাইকে ঘোষণা দেয়- ‘একটি ছেলে পানিতে ডুবে গেছে, সবাইকে উদ্ধার করতে পুকুরে নামার অনুরোধ জানান’। মুহূর্তের মধ্যে  পুলিশ সদস্য ও আশপাশের লোকজন পুকুরে নেমে ছেলেটিকে উদ্ধার করে। তাকে দ্রুত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। সাজিদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে ৫ম শ্রেণি ও ৮ম শ্রেণিতে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিল। আগামী ৬ই মে তার এসএসসি পরীক্ষার ফল প্রকাশের কথা রয়েছে। তার পিতা সেলিম রেজা সিদ্দিকী সাতক্ষীরার তালা সরকারি কলেজে শিক্ষকতা করলেও ছেলের পড়াশুনার জন্য মুজগুন্নী আবাসিক এলাকার ১৬ নম্বর রোডের ২১৪নং বাড়ির ৪র্থ তলায় বাসা ভাড়া নিয়ে থাকতেন। দুপুরে সাজিদ কফিন সাতক্ষীরার কালিগঞ্জে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে জানাজা শেষে দাফন করা হবে। এ ব্যাপারে খালিশপুর থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status