বাংলারজমিন

রাজীবের ছোট ২ ভাইকে জেলা প্রশাসকের সহায়তা

পটুয়াখালী প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০২ পূর্বাহ্ন

 দুই বাসের সংঘর্ষে হাত হারানোর পর নিহত তিতুমীর কলেজ ছাত্র রাজীব-এর সহোদর ছোট দুই ভাই হাফেজ মেহেদী হাসান ও হাফেজ মো. আবদুল্লাহকে আর্থিক সহায়তা হিসেবে নগদ ৪৫ হাজার টাকা প্রদান করলেন জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টায় জেলা প্রশাসক দরবার হলে আনুষ্ঠানিকভাবে রাজীবের ছোট ভাই হাফেজ মেহেদী হাসান ও হাফেজ মো. আবদুল্লাহ’র হাতে এ টাকা তুলে দেন জেলা প্রশাসক ড. মো. মাছুমুর রহমান। এ সময় তাদের খালা জাহানারা বেগম ও মামা জাহিদুল ইসলাম মামুন উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. হেমায়েত উদ্দিন, জেলা সমাজসেবা অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম শাহজাদা, প্রতিবন্ধী বিষয়ক কর্মকর্তা নয়নমনি বিশ্বাস, প্রেস ক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, জেলা জাসদের সাধারণ সম্পাদক শ. ম. দেলোয়ার হোসেন দিলীপ, সিপিবির সভাপতি কমরেড মোতালেব মোল্লা, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কাজী কানিজ সুলতানা হেলেনসহ সাংবাদিকবৃন্দ। এ সময় জেলা প্রশাসক ড. মাছুমুর রহমান ভাইহারা দুই ভাইকে সান্ত্বনা দিয়ে বলেন, তোমাদের ভাই জাতিকে একটা ধাক্কা দিয়ে ১৬ কোটি মানুষকে সতর্ক করে গেছে। সরকারসহ দেশের সকল মানুষ তোমাদের পাশে আছে। তোমরা কোরআনে হাফেজ। তোমার ভাইর জন্য দোয়া করবে। লেখাপড়া করে মানুষ হবে। তোমাদের লেখাপড়ার জন্য সরকার আন্তরিকভাবে দায়িত্ব নেবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status