বাংলারজমিন

কমলগঞ্জে অন্তঃসত্ত্বা গৃহবধূর আত্মহত্যা নিয়ে রহস্য

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

 কমলগঞ্জে মোছাম্মত ছয়ফুন বেগম (২৮) নামে অন্তঃসত্ত্বা এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। গতকাল দুপুরে ওই গৃহবধূর মরদেহ কমলগঞ্জের ছতিয়া গ্রামের নিজ বসতঘর থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে পুলিশ। গৃহবধূ ছয়ফুন ছতিয়া গ্রামের সৌদি প্রবাসী আবুল হোসেনের স্ত্রী। দুই সন্তানের জননী ছয়ফুন ৫ মাসের অন্তঃসত্ত্বা ছিল বলে জানা গেছে। বসতঘরের তীরের সঙ্গে গৃহবধূ আত্মহত্যা করেছে? নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আত্মহত্যা প্রমাণ করতে ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে এ নিয়ে স্থানীয়দের মাঝে নানা প্রশ্ন দেখা দিয়েছে।
পরিবারের সদস্যরা জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে গৃহবধূ ছয়ফুন বসতঘরের তীরের সঙ্গে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করে। ভোর রাতে ছয়ফুনের ৮ বছরের বড় ছেলে শেফুর আহমেদ তার মাকে ঘরের তীরের সঙ্গে ঝুলতে দেখে সে দ্রুত গামছা কেটে নিচে নামিয়ে চিৎকার করলে প্রতিবেশীরা এসে ছয়ফুনকে মৃত অবস্থায় দেখতে পান। কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের ছতিয়া গ্রামের খালিক মিয়ার মেয়ে মোছাম্মত ছয়ফুন বেগমকে বিয়ে করেন একই গ্রামের প্রতিবেশী মৃত আলিক হোসেন ভুঁইয়ার ছেলে সৌদি প্রবাসী আবুল হোসেন। তাদের সংসারে দুই পুত্র সন্তান রয়েছে। প্রায় ৬ মাস আগে আবুল হোসেন বাড়িতে আসেন। সাড়ে তিন মাস বাড়িতে অবস্থানের পর সৌদি গেছেন আড়াই মাস হয়। এরই মধ্যে পাঁচ মাসের অন্তঃসত্ত্বা ছয়ফুন বুধবার দিবাগত গভীর রাতে বাবার বাড়ি থেকে নিজ বাড়িতে আসেন। গতকাল ভোর রাতে ছয়ফুনের শ্বশুরবাড়ি থেকে তার বাবার বাড়িতে আত্মহত্যা করার খবর জানালে ছয়ফুনের পিতা-মাতাসহ স্বজনরা সেখানে গিয়ে লাশ মেঝেতে দেখতে পান। ছয়ফুনের বড় ছেলে শেফুর ঝুলন্ত অবস্থায় তার মায়ের মরদেহ নিচে নামানোর কথায় সন্দেহ হলে বিষয়টি কমলগঞ্জ থানা পুলিশকে জানানো হয়। খবর পেয়ে কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ গতকাল দুপুরে ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট তৈরি করে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়। সরজমিন দেখা যায়, গৃহবধূ ছয়ফুনের উচ্চতা ৫ ফুট ৩ ইঞ্চি। আর বসতঘরের যে তীরের সঙ্গে ঝুলে আত্মহত্যা করার কথা বলা হচ্ছে মাটি থেকে সে তীরের উচ্চতা ৬ ফুট ৭ ইঞ্চি। মাত্র ১৬ ইঞ্চি জায়গায় গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করা সম্ভব নয় বলে প্রত্যক্ষদর্শীরা মনে করছেন। স্থানীয়রা আত্মহত্যার ঘটনাটি রহস্যজনক বলে মনে করছেন। এ বিষয়ে কমলগঞ্জ থানার ওসি মুকতাদির হোসেন পিপিএম বলেন, পোস্ট মর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বিষয়ে নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status