বাংলারজমিন

পাইওনিয়ারের ২ কর্মচারীকে নির্যাতনের ঘটনায় মামলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে

২০ এপ্রিল ২০১৮, শুক্রবার, ৯:০১ পূর্বাহ্ন

ময়মনসিংহের ভালুকা পাইওনিয়ার কোম্পানির দুই কর্মচারীকে হাত-পা বেঁধে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় বন বিভাগের ৪ কর্মকর্তা/কর্মচারীর বিরুদ্ধে আদালতে ২টি মামলা হয়েছে। গতকাল দুপুরে ময়মনসিংহ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ৩ নং আমলী আদালতে পৃথক পৃথকভাবে  আহত সিকিউরিটি গার্ড সেলিম ও ড্রাইভার অন্তর হোসেন বাদী হয়ে এ দু’টি মামলা দায়ের করেন। মামলার আসামিরা হলেন, ভালুকা বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা এসএম হাবিবুল্লাহ (৪২), বন প্রহরী রুহুল আমিন (৫৫), সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান (৪৮) ও বিট অফিসার হাফিজুর রহমান (৫০)। আদালত সূত্র জানায়, গত ১৭ এপ্রিল বিজ্ঞ বিচারক গ্রেপ্তারকৃত আসামিদের মেডিকেল রিপোর্ট দেখে শারীরিক অবস্থা বিবেচনা করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগার কর্তৃপক্ষকে চিকিৎসা প্রদানের নির্দেশ দেন। একই সঙ্গে আসামিদের শারীরিক আঘাতের বিষয়ে আদালতে স্বশরীরে হাজির হয়ে বনবিভাগ ভালুকা রেঞ্জ কর্মকর্তা হাবিবুল্লাহকে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দিয়েছেন।   
গত ১৭ই এপ্রিল বুধবার সকালে জামিনে মুক্ত হয়ে আহতরা প্রথমে ভালুকা উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে তাদের অবস্থা অবনতি হলে গুরুতর আহত ২ কর্মচারীকে ভালুকা হাসপাতাল কর্র্তৃপক্ষ ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসাপাতালে প্রেরণ করে। চিকিৎসাধীন অবস্থায় মামলা দায়ের করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status